শিরোনামঃ-

» সৌদি আরবে অনুষ্টিত ওআইসি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ পুরষ্কৃত

প্রকাশিত: ২৬. মে. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ ১৫তম ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ) বাণিজ্য মেলা ২২ শে মে ২০১৬ সৌদি আরবের রিয়াদে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয়। ০৫ (পাঁচ) দিন ব্যাপী এ বাণিজ্য মেলায় ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে ৩৯ (উনচল্লিশ)টি দেশ অংশগ্রহণ করে।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মোহাম্মদ আবুল হাসান জানান, বাংলাদেশ প্রথমবারের মত এ মেলায় ৩৬ (ছত্রিশ)টি ষ্টল নিয়ে প্রায় ৪৪৮ বর্গমিটার জায়গা জুড়ে বিশাল প্যাভেলিয়ন নির্মাণ করে।

২২শে মে রিয়াদের গভর্ণর যুবরাজ ফয়সাল বিন বন্দর কর্তৃক মেলার উদ্বোধণের পর বাংলাদেশ প্যাভেলিয়নটি মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ, এমপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসীহ, বাংলাদেশ থেকে আগত উর্দ্ধতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও রিয়াদে প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন ।

মেলায় বাংলাদেশে উৎপাদিত এবং তৈরিকৃত পণ্য যেমন- এগ্রোফুড, লেদার, জুট, টেক্সটাইল, প্লাষ্টিক সামগ্রী প্রদর্শিত হয়। বাংলাদেশের ষ্টলগুলোতে ব্যাপক দর্শক ও ব্যবসায়ী আগমণ করে এবং বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। তাৎক্ষনিক অর্ডারের মাধ্যমে চামড়াজাত পণ্য, খাদ্য সামগ্রী ইত্যাদির বিপুল ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয় ।

মেলার চতুর্থ দিনে অর্থাৎ ২৫মে ওআইসি মেলার আয়োজকবৃন্দ এ মেলায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশকে তৃতীয় স্থান অর্জনের ঘোষণা করে।

ওআইসি’র বাণিজ্য সংগঠনের কর্মকর্তা বাংলাদেশ দূতাবাসের ইকনমিক কাউন্সেলরসহ কর্মকর্তা, ইপিবির প্যাভেলিয়ন ডিরেক্টর এর কাছে ট্রফি হস্তান্তর করেণ। মেলায় বাংলাদেশী পণ্যের জন্য সৌদি ব্যবসায়ীগণ আগ্রহ প্রকাশ করে অনেকেই এই সকল পণ্য আমদানী প্রক্রিয়ার সহযোগিতা কামনা করেন।

এই বাণিজ্য মেলায় অংশগ্রহণের ফলে সৌদি আরবে বাংলাদেশের পণ্যের রপ্তানী আরো বৃদ্ধি পাবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930