শিরোনামঃ-

» একসময় প্রিন্ট মিডিয়া হয়তো বিলুপ্ত হয়ে যাবে : জেলা প্রশাসক (ভিডিও)

প্রকাশিত: ২৯. মে. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজঃ সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেছেন, অনলাইন মিডিয়া অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এক সময় আসবে যখন প্রিন্ট মিডিয়া বিলুপ্ত হয়ে যাবে।

রবিবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যারা এই পেশায় নতুন তাদেরকে ভালো ভাবে কাজ করতে তিনি পরামর্শ দেন।

তিনি আরো বলেন, বর্তমান সময় তথ্য-প্রযুক্তির। মানুষ এখন টিভি ও প্রিন্ট মিডিয়ার চেয়ে অনলাইন গণমাধ্যমের দিকে ঝুকছে।

তাই অনলাইন সাংবাদিকতার ভবিষ্যত খুবই উজ্জল। এজন্য অনলাইন সাংবাদিকদের দ্বায়িত্বশীলতার সাথে দেশের জন্য কাজ করতে হবে।

আমি হবিগঞ্জে দ্বায়িত্বপালনকালে যা করতে পারেনি, তা সিলেটে করতে চাইছি। সিলেটের মানুষ খুবই আন্তরিক।

সিলেটবাসীর সহযোগিতায় এ পর্যন্ত চলতি ইউপি নির্বাচন সবচেয়ে সুষ্ট এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যাহা বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে মডেল স্বরুপ।

নির্বাচন কমিশন সচিব চলতি ইউপি নির্বাচনের ক্ষেত্রে সিলেটের ভূয়সী প্রশংসা করেছেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সিলেট ডটকম’র সম্পাদক কবি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আজকের সিলেট ডটকম’র প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক, বাসসের সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী।

অনুষ্টানে প্রধান অতিথি ক্লাবের নতুন সদস্যদের মধ্যে চিঠি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, কোষাধক্ষ্য মেহেদী কাবুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে এ রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমদ, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক প্রণব কান্তি দে, নির্বাহী সদস্য আব্দুল মুহিত দিদার, মারুফ হাসান, শিব্বির আহমদ, সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম’র প্রধান সম্পাদক আফরোজ খান, উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেটের সভাপতি সজিবুর রহমান রুবেল, মিসবাহ মনজুর, রুহুল আমীন নগরী, সোহাগ আহমদ, শাকির আহমদ, মাসুদ আহমদ রনি, ফারহানা বেগম হেনা ও সিলেট বাংলা নিউজ’র সম্পাদক ও প্রকাশক মো. কামাল আহমদ প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৩ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30