শিরোনামঃ-

» সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নের দায়ে ৪ বাংলাদেশি দোষী সাব্যস্ত

প্রকাশিত: ৩১. মে. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নের দায়ে ৬ বাংলাদেশির মধ্যে ৪ জন অপরাধ স্বীকার করায় আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে।
তারা চারজন হলেন- মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)।
এই ৪ জন মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে নেন।
স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, দৌলতুজ্জামান (৩৪) ও লিয়াকত আলী মামুন (২৯) নামে আরও ২ বাংলাদেশির বিরুদ্ধে একই অভিযোগ এনেছে সিঙ্গাপুরের পুলিশ। তবে তারা আদালতের কাছে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
স্ট্রেইটস টাইমস জানিয়েছে, আদালত এই ২ জনের শুনানির জন্য ৯ জুন পরবর্তী দিন ধার্য করেছে।
গতমাসে আটক করার পর এই ৬ বাংলাদেশিকে গত শুক্রবার জঙ্গিবাদে মদদ দেয়ার অভিযোগে অভিযুক্ত করে সিঙ্গাপুরের আদালত।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানান, আটক ৬ বাংলাদেশির পরিকল্পনা ছিল- দেশে ফিরে সরকারকে উৎখাত করে ইরাক ও সিরিয়ার জঙ্গি গোষ্ঠী আইএস ঘোষিত কথিত খেলাফত প্রতিষ্ঠা করা।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930