শিরোনামঃ-

» সৌদিতে ৫ লাখ কর্মী পাঠাবে বাংলাদেশ

প্রকাশিত: ০৬. জুন. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আগামী ২ বছরের মধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে ৫ লাখ কর্মী পাঠানো হবে। সোমবার ২ দেশের মধ্যে ৬টি বিষয়ে সমঝোতা হয়।
সৌদি বাদশাহ সালমান ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর চুক্তি স্বাক্ষর উপলক্ষে জেদ্দায় সৌদি বাদশাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে শেখ হাসিনার।
বর্তমানে বাদশাহ সালমানের আমন্ত্রণে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি অবস্থান করছেন প্রধানমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তা ও ১০ জন বিশিষ্ট ব্যবসায়ী রয়েছেন।
মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজকে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মোসি বলেন, বাদশাহ সালমান এবং শেখ হাসিনার বৈঠকে মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
২ দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে এসময় ৬টি বড় চুক্তি হতে পারে বলেও জানান তিনি।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে ২ বছরের মধ্যে সৌদি আরবে ৫ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
এছাড়া বাংলাদেশে সৌদি সরকারে অনুদানে হাইটেক পার্ক গড়ে উঠছে। সেখানে সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগেরও আহ্বান জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930