শিরোনামঃ-

» সিলেটে খলিল হত্যা মামলায় স্ত্রী ফাতেহার ফাঁসির আদেশ

প্রকাশিত: ০৬. জুন. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজঃ সিলেট নগরীর চারাদিঘিরপাড় এলাকার সওদাগর টুলার স্থানীয় তাবলীগ জামায়াতের আমীর মো. ইব্রাহিম খলিল হত্যা মামলায় নিহতের স্ত্রী ফাতেহা মাশরুকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

১ বছর ১৯ দিনে বিচার-প্রক্রিয়া শেষ করে সোমবার (৬ জুন) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃদা আলোচিত এ মামলার রায় ঘোষনা করেন।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মফুর আলী। তাকে সহযোগিতা করেন এডভোকেট ইসতিয়াক আহমদ চৌধুরী ও কবির আহমদ।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৭ মে দিবাগত রাতে সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকার স্থানীয় তাবলীগ জামায়াতের আমীর ইব্রাহিম আবু খলিল (৫৫) কে পরিকল্পিতভাবে জবাই করে খুন করা হয়।

নিহত ইব্রাহিম ওই এলাকার ১নং বাসার সাদ উদ্দিন আল হাবীবের ছেলে। ঐদিন রাতে খাওয়া-ধাওয়া সেরে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন ইব্রাহিম। সকালে তার ঘরের দরজা খোলা পাওয়া যায়।

এ সময় ঘরের খাটের নীচে হাত বাঁধা ও গলা কাটা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তার মুখের উপর একটি বালিশ চাপা দেয়াও ছিল। এ সময় লুট হয় তার ঘরে থাকা ল্যাপটপ ও স্বর্ণালংকার ।

বিষয়টি পুলিশকে জানালে ১৮ মে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন তার স্ত্রী ফাতেহা মাশরুকা।

১৯ মে বিকেলে সিলেট মহানগর প্রথম আদালতে ম্যাজিস্ট্রেট হাকিম মো. সাহেদুল করিমের কাছে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফাতেহা।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930