শিরোনামঃ-

» গুপ্তহত্যা বন্ধে জনগণকে এগিয়ে আসতে হবে : শেখ সেলিম

প্রকাশিত: ১০. জুন. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সারাদেশে চলমান ‘গুপ্তহত্যা’ বন্ধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেনস আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শুক্রবার সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, জঙ্গি-সন্ত্রাসীদের ধরিয়ে দিয়ে আমাদেরকে অতীতের মতো সহযোগিতা করুন। তাহলে অতিসত্বর এ গুপ্তহত্যা বন্ধ হবে।’
গুপ্তহত্যা-নাশকতার সঙ্গে জড়িতরা কোনো ছাড় পাবে না বলে সতর্ক করে দিয়ে শেখ সেলিম বলেন, ‘নাশকতার অপরাজনীতি ক্ষণিকের জন্য মানুষের মনে ভয়ভীতি ছড়াতে পারলেও গুপ্তহত্যাকারীরা সফল হবে না। তাদের দমন করার জন্য আমাদের সরকার জিরো ট্রলারেন্সে আছে।
তিনি আরো বলেন, ‘যে-ই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি খালেদা জিয়ার কোনো ‘লিংক’ থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
গুপ্তহত্যা ও খুনের পেছনে আওয়ামী লীগই জড়িত বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে অভিযোগ তুলেছেন তার সমালোচনা করেন তিনি।
শেখ সেলিম বলেন, ‘গুপ্তহত্যা করে কি সরকারের পতন ঘটানো যাবে? এরকম গুপ্ত হত্যা তো নকশাল, সিরাজ শিকদাররাও করেছিল। তারা সরকারের পতন ঘটাতে পারে নাই। এখন আর তাদের অস্তিত্বও নেই।’
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মহিউদ্দিন খান আলমগীর, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আলম মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবল হক।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930