শিরোনামঃ-

» পাবনায় সেবাশ্রমের কর্মচারীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০. জুন. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনূকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নিত্যরঞ্জন পান্ডে গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু এলাকার মৃত রশিক লাল পান্ডের ছেলে। তিনি প্রায় ৪০ বছর নিরবিচ্ছিন্ন ভাবে পাবনার ঠাকুল অনূকুল চন্দ্র আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন।
পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিদিনের মতো ভোরে রাস্তায় হাঁটতে বেরিয়ে ছিলেন নিত্যরঞ্জন পান্ডে। পাবনা মানসিক হাসপাতালের উত্তরপাশে প্রধান গেটে পৌঁছলে দূর্বৃত্তরা পেছন থেকে নিত্যরঞ্জন পান্ডেকে ঘাড়ে-মাথায় এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান নিত্যরঞ্জন পান্ডে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
22
তবে কারা কী কারণে নিত্যরঞ্জনকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওসি হাসান আরও জানান, হত্যার কারণ ও হত্যাকারী সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনা পুলিশ সুপার আলমগীর কবিরসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হত্যাকাণ্ডের অংশ হিসেবে পাবনার হিমাইতপুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের নিত্যরঞ্জনকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930