শিরোনামঃ-

» কম্পিউটার আমদানি শুল্ক ২ শতাংশ বহালের দাবি বিসিএস’র

প্রকাশিত: ১১. জুন. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজ আইটি ডেস্কঃ ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনার জন্য গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

উক্ত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিসিএস’র সভাপতি আলী আশফাক। তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে বিসিএস’র প্রাক-বাজেট প্রস্তাবনার বেশ কিছু বিষয় প্রতিফলিত হয়েছে। এ জন্য আমরা অর্থমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও দৃষ্টি আকর্ষণের দাবি রাখে।’ তিনি আরও বলেন, ‘নিবন্ধিত ইউপিএস প্রস্তুতকারীদের জন্য ইউপিএস কেস এবং সিলড ব্যাটারির উপর আমদানী শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।

এই প্রস্তাবনা অবশ্যই স্থানীয় পর্যায়ে ইউপিএস শিল্প স্থাপনে ইতিবাচক ফল বয়ে আনবে।’ বিসিএস এর পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটে আইসিটি খাতের কয়েকটি বিষয়ে সংশোধনী দাবি জানানো হয়।

প্রস্তাবিত বাজেটে Heading 84.71 এ উল্লেখিত সকল এইচএস কোডের বিপরীতে আমদানী শুল্ক ২ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫ শতাংশ করার প্রস্তাব পেশ করা হয়েছে।

বর্ণিত হেডিংয়ের বিপরীতে আমদানী শুল্ক ২ শতাংশ থেকে ৫ শতাংশ বৃদ্ধি করা হলে আইসিটি পণ্য আমদানীতে সরকারের অগ্রাধিকার খাতের গুরুত্বকে বাধাগ্রস্ত করবে, যা আইটি অবকাঠামো গঠনের পথে মারাত্নক অন্তরায় হবে।

এর ফলে কম্পিউটারের মূল্য বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল ক্লাস রুম, ল্যাব, ই-সেবা কেন্দ্র, ডাটা সেন্টার গড়ে তোলা প্রভৃতি ক্ষেত্রে সরকারের নেয়া উদ্যোগ বাস্তবায়নে ব্যয় অনেক গুণ বৃদ্ধি পাবে। রূপকল্প ২০২১ বাস্তবায়নের অন্যতম খাত হিসেবে বিবেচিত দেশের আইসিটি খাতকে সুদৃঢ় করতে উল্লিখিত প্রস্তাবগুলো ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেটে অন্তর্ভুক্ত করারও দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930