শিরোনামঃ-

» সহমর্মিতা জানিয়ে ওবামাকে হাসিনার চিঠি

প্রকাশিত: ১৩. জুন. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সমকামীদের নৈশ্যক্লাবে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হওয়ার ঘটনায় সহমর্মিতা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নুরে এলাহি মিনা এ তথ্য নিশ্চিত করেছেন। চিঠিতে শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি কঠোর ভাষায় এ সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। যে কোন প্রকার সন্ত্রাস ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে আমার সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করছি।

প্রধানমন্ত্রী চিঠিতে আরো বলেন, আমার সরকার এবং জনগণ এ কঠিন সময়ে আপনার সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু প্রতিম জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে এবং পুনর্ব্যক্ত করছে যে, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আপনাদের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, রোববার ফ্লোরিডার অরল্যান্ডো শহরের পালস নৈশক্লাবে ওমর মতিন নামে এক বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহত হয় এবং আহত হয় ৫৩ জন।

বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, এই ঘটনা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930