শিরোনামঃ-

» ভিসা ছাড়াই বিদেশ ভ্রমণ করা যাবে!

প্রকাশিত: ১৬. জুন. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ প্রবাস ডেস্কঃ বিদেশে বেড়াতে যেতে চাচ্ছেন অথচ ভিসার কথা মাথায় আসলেই পিছিয়ে যেতে হচ্ছে?

কথাটা একেবারে মিথ্যা না। অনেক দেশের ভিসা পেতেই বেশ কাঠ-খড় পোড়াতে হয়।

তবে অন্ধকারের সাথে সাথে আলোও রয়েছে। এমন কিছু দেশ আছে, যা শুধু বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। শুধু টিকিট করে চলে গেলেই হবে।

সেসব দেশের বিমান বন্দর থেকে নির্দিষ্ট ফি-এর বিনিময়ে আপনাকে ট্যুরিস্ট ভিসা দেবে।

আবার কিছু দেশে তাও লাগে না, আপনি আপনার পাসপোর্ট দেখিয়েই ওই দেশে ঢুকে যেতে পারবেন।

কিছু কিছু দেশে থাকার জন্য সময় বেধে দেয়া আছে। যা হতে পারে ৫ থেকে ১২০ দিন পর্যন্ত। আবার কিছু দেশ আছে যেখানে আপনার থাকার কোন সীমা বেঁধে দেয়া নেই।

প্রয়োজনে আপনি ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন প্রয়োজনীয় সব তথ্য।

অথবা টিকিট বুকিং দেওয়ার সময় ট্রাভেল এজেন্টদের থেকেও আরো তথ্য জেনে নিতে পারেন। ভ্রমনের ক্ষেত্রে রিটার্ন টিকিট ও হোটেল বুকিং আবশ্যক।

ভিসা ছাড়াই যে সব দেশ ভ্রমণ করতে পারবেন সেগুলো হলো:

এশিয়া মহাদেশের ভুটান (On Arrival), শ্রীলংকা (১ মাস, ভিসা ফি ২ হাজার ১০০ টাকা)।

আফ্রিকা মহাদেশের কেনিয়া (৩ মাস)।

আমেরিকা মহাদেশের হাইতি (৩ মাস), গ্রানাডা (৩ মাস), সেন্ট কিট্‌স অ্যান্ড নেভিস (৩ মাস), সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস), টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (১ মাস), মন্টসের্রাট (৬ মাস), ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (১ মাস)।

ওশেনিয়া মহাদেশের মধ্যে ফিজি (৪ মাস), নাউরু (১ মাস), পালাউ (১ মাস), সামোয়া (২ মাস), টুভালু (৩ মাস), নুউ Niue (১ মাস), ভানুয়াটু Vanuatu (১ মাস) এবং মাক্রোনেশিয়া Micronesia তিলপারাষ্ট্র (১ মাস)।

এছাড়া যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া সেসব দেশ হলো:

এশিয়ার মধ্যে আজারবাইজান (১ মাস, ফি ১০০ ডলার), জর্জিয়া (৩ মাস), লাউস (১ মাস, ফি ৩০ ডলার), মালদ্বীপ(১ মাস), মাকাউ (১ মাস), নেপাল (২ মাস, ফি ৩০ ডলার), সিরিয়া (১৫ দিন)।

আফ্রিকা মহাদেশের বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক), মাদাগাস্কার (৩ মাস, ফ্রি ১,৪০,০০০ এমজিএ), মোজাম্বিক (১ মাস, ফি ২৫ ডলার), টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930