শিরোনামঃ-

» কলকাতার ২৭ প্রেক্ষাগৃহে সাবা

প্রকাশিত: ১৮. জুন. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ সোহানা সাবা। কিছুদিন আগে টালিগঞ্জের ‘ষড়রিপু’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। গতকাল শুক্রবার (১৭ জুন) কলকাতার ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই চলচ্চিত্রটি।

গতকাল সন্ধ্যায় কলকাতায় সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবা। ‘ষড়রিপু’ সিনেমায় শিল্পপতির স্ত্রী রাকা চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন সাবা।

এ চরিত্র প্রসঙ্গে সাবা বলেন, ‘এ চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ হলো আমি সুন্দরী। তবে দেখতে সুন্দর না হলেও পরিচালক আমাকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছেন।  আর আমি বিশ্বাস করি, একজন অভিনয়শিল্পী সবসময় চেষ্টা করেন নিজেকে নতুন করে প্রকাশ করতে। অন্তত আমি সে চেষ্টাই করে থাকি। ষড়রিপু সিনেমার রাকা চরিত্রটি তারই ধারাবাহিকতা বলতে পারেন।’

অয়ন চক্রবর্তী পরিচালিত ‘ষড়রিপু’ সিনেমায় সাবার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন, চিরঞ্জিত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, রুন্দ্রনীল ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত, কনিকা ব্যানার্জি, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। এ সিনেমার গান লিখেছেন শ্রীজাত। সংগীত পরিচালনা করেছেন দেব সেন।

সাবা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’, কবরীর ‘আয়না’, মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30