শিরোনামঃ-

» নারী ও শিশু নির্যাতন মামলায় ৫ জনকে সশ্রম কারাদন্ড

প্রকাশিত: ২২. জুন. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজঃ সিলেট জেলার জকিগঞ্জে থানায় একজন গৃহবধুকে নির্যাতনের মামলায় সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ৫ জনকে ১০ (দশ) বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ (পাঁচ) হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ (তিন) মাসের কারাদন্ড দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, জকিগঞ্জ থানার মনসুরপুর গ্রামের বাসিন্ধা আব্দুল ফাত্তাহর স্ত্রী বিক্কু বেগম গত ২৩/০২/২০১০ইং তারিখে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)৯(৪)(খ) ধারা অনুসারে একই গ্রামের ১। আব্দুস ছালামের পুত্র আব্দুল বাছিত, ২। তমাল আহমদের পুত্র ওয়েছ আহমদ, ৩। মৃত ময়নুল আলীর পুত্র ফখরুল ইসলাম, ৪। মাখই মিয়ার পুত্র জুনেদ আহমদ এবং ৫। মৃত মো. আব্দুল আজিজ চৌধুরীর পুত্র মোহাম্মদ সোহায়েল আহমদ চৌধুরী এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন।

তারই প্রেক্ষিতে সংশ্লিষ্ট আদালত গত ২১/০৬/২০১৬ইং তারিখে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে এই রায় প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930