শিরোনামঃ-

» ঐতিহাসিক গণভোটে বিজয়ী বৃটেন

প্রকাশিত: ২৫. জুন. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকবে নাকি ৪০ বছরের সম্পর্ক ছিন্ন করে একলা চলবে-সে প্রশ্নে দেশটিতে ঐতিহাসিক গণভোট হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) গণভোট শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়েছে। এটি যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় গণভোট।

রেকর্ড ৪ কোটি ৬৫ লাখ ভোটার এই গণভোটে অংশ নিচ্ছেন। এই গণভোট ইইউর ৬০ বছরের ইতিহাসে ব্যাপক সংকটের সৃষ্টি করেছে।

এই গণভোটে ইতিমধ্যে গোটা যুক্তরাজ্যকে ২ ভাগে ভাগ করে দিয়েছে। ইইউতে থাকার পক্ষে, যাকে বলা হচ্ছে রিমেইন বা ব্রিমেইন, ভোট দিতে প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও লেবার পার্টির নেতা জেরেমি কার্বন। তাদের যুক্তি, এতে করে দেশটি হবে আরো সমৃদ্ধ এবং থাকবে আরো নিরাপদ।

অন্যদিকে, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে, যাকে বলা হচ্ছে লিভ বা ব্রেক্সিট, ভোট দিতে প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন সাবেক লন্ডন মেয়র ও বর্তমান সাংসদ বরিস জনসন।

ইইউ-বিরোধীদের মত, দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে আনার এটাই মোক্ষম সময়। এ নিয়ে ব্রিটেনের বাইরেও চলছে ব্যাপক আলোচনা।

ভোট গ্রহণ শেষ হওয়ার আগে ফলাফল সম্পর্কে জানা যাবে না। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, ভোট গ্রহণ চলাকালীন তথ্য প্রকাশ নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে। তাই বিভিন্ন সংবাদমাধ্যমকে ভোট গ্রহণ চলাকালে আগাম ফল প্রকাশে বারণ করা হয়েছে।

তবে সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, ব্রিটেনের ইইউতে থাকার পক্ষে ভোট দিতে পারেন ৪৮ ভাগ এবং বিপক্ষে ৪২ ভাগ। ফলে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছে রিমেইন ক্যাম্প। শুক্রবার সকালে ফলাফল জানা যাবে।

শুধু ব্রিটেন নয়, এই গণভোট ঘিরে স্নায়ু টানটান গোটা বিশ্বের। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে এলে ইউরোর দাম অনেকটাই পড়বে। বাড়বে ডলারের দাম।

ব্রিটেনের নিজস্ব মুদ্রা পাউন্ডের উপরেও এর প্রভাব পড়বে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের হিসাব-নিকাশ অনেকটাই বদলে যাবে। ব্রিটেনের স্টক মার্কেট সকাল থেকেই টালমাটাল হয়ে রয়েছে। প্রভাব পড়েছে ইউরোপের বিভিন্ন দেশের স্টক মার্কেট-সহ বিশ্ব বাজারেও।

শুক্রবার সকালে ফল ঘোষণায় দেখা যায়, ব্রিটেনের জনতা ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930