শিরোনামঃ-

» আবারও বাড়লো সোনার দাম; প্রতি ভরিতে ১২২৪ টাকা

প্রকাশিত: ২৫. জুন. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ১ সপ্তাহের ব্যবধানে আবারো সোনার দাম বেড়েছে ভরিতে ১২২৪ টাকা। এ নিয়ে চলতি বছর সপ্তমবারের মতো সোনার দাম বাড়ল।

চলতি বছর পাঁচ দফা দাম বাড়ার পর মে মাসের শেষ দিনে সোনার দাম কমেছিল। এরপর মাত্র ১৬ দিনের ব্যবধানে আবারো বাড়ে সোনার দাম।

আগামীকাল রোববার থেকে বর্ধিত মূল্য কার্যকর হবে। নতুন মূল্যে সোনার দাম প্রতি ভরিতে  ১২২৪ টাকা বেড়েছে।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক এনামুল হক এই তথ্য জানান। তিনি বলেন, বাজুসের সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ২২৪ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৬৬ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৯৯১ টাকা বেড়েছে।

রোববার থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৪৮ হাজার ৩৪৭ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি ৪৬ হাজার ১৮৯ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৯ হাজার ৫৯৯ টাকায় বিক্রি হবে।

শনিবার পর্যন্ত ভরি প্রতি দাম ২২ ক্যারেট ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ২৩ টাকা ও ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬০৮ টাকা।

নতুন মূল্যে প্রতি ভরি সনাতন সোনার দাম হবে ২৭ হাজার ৫২৭ টাকা, এ মানের সোনার বর্তমান দাম ২৬ হাজার ৮২৭ টাকা। এক্ষেত্রে দাম বেড়েছে ৭০০ টাকা।

সোনার সঙ্গে রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতি ভরি রুপার দাম বর্তমানে এক হাজার ১৬৬ টাকা। রোববার থেকে এ দাম কমে হবে এক হাজার ২২৫ টাকা।

প্রচলিত মানদণ্ড অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।

পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এ ক্ষেত্রে বিশুদ্ধ সোনার পরিমাণ নির্দিষ্ট করা নেই

 

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930