শিরোনামঃ-

» উত্তরায় মার্কেটে ভয়াবহ আগুন

প্রকাশিত: ২৬. জুন. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী এলাকায় আলাউদ্দীন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারীসহ ৬ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ইনচার্জ এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে আরো ৭০-৮০জন আহত হন। আহতদের মধ্যে- মাহমদুল হাসান (৩৬) এবং তার দুই সন্তান মাইসা আক্তার (১০) ও মুক্তাকিনকে (৮ মাস) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

ভবনটির আন্ডারগ্রাউন্ডে একটি অফিসে ইফতার করছিল তারা। হইচই শুনে বের হওয়ার সময় তাদের জামায় আগুন লাগে। ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, শিশু ও তার বাবার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ভবনের লিফট ছিঁড়ে গেছে বলে জানা গেছে। তবে লিফটে কেউ আটকা পড়েছে কি না নিশ্চিত নয়। হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যাভিয়েশন সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পেয়ে ইউনিট পাঠানো হয়েছে।

এটি একটি শপিং মল। এবং ভবনটি ১৬ তলা বিশিষ্ট। ভবনের প্রথম ৬ তলায় আলাউদ্দিন মার্কেট। উপরের দিকে বিভিন্ন অফিস রয়েছে। শপিং মলে ঢোকা এবং বাহির হওয়ার জন্য আলাদা ২টি পথ রয়েছে। শপিং মলটি কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৮৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930