শিরোনামঃ-

» সিলেটে জুমাতুল বিদা পালিত, মানুষের ঢল নেমেছে মসজিদগুলোতে

প্রকাশিত: ০১. জুলাই. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ ষ্টাফ রিপোর্টারঃ সিলেট সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র জুমাতুল বিদা পালন করা হয়েছে। রমজানের শেষ শুক্রবারকে জুমাতুল বিদা বলা হয়।

মুসলিম উম্মাহর জন্য বিশেষ মর্যাদার এ দিনটিতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নেমেছিল।

সিলেট নগরীর হযরত শাহজালাল (র:) মাজার মসজিদে জুমাতুল বিদার নামাজ আদায় করেন হাজার হাজার রোজাদার মুসল্লি।

বেলা ১টায় নামাজ শুরু হলেও সাড়ে ১২টার পর থেকে দলে দলে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন।

একপর্যায়ে মসজিদ ছাড়িয়ে পুরো দরগাহ প্রাঙ্গন, উত্তর দিকের এতিম খানার রাস্তা, দক্ষিণ দিকের রাস্তা, এবং দরগায় প্রশের পথ লোকে লোকারণ্য ছিল।

বিশেষ এ দিনটিতে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে মসজিদে মসজিদে বিশষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

হযরত শাহপরাণ (র:) এর মাজার মসজিদ, জিন্দাবাজারের বায়তুল আমান জামে মসজিদ, বন্দর বাজারের কালেক্টরেট জামে মসজিদ, কুদরতউল্লাহ জামে মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ। জিন্দাবাজারস্থ আল মারজান জামে মসজিদের ছাদেও মুসল্লিরা নামাজ আদায় করেছেন। শুধু ছাদেই নয়, এক পর্যায়ে ছাদে জায়গা না হওয়াতে পাশবর্তী শুকরিয়া মার্কেটের মধ্যে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। একই অবস্থা ছিলো নগরীর পাড়া মহল্লার সকল মসজিদগুলোতে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930