শিরোনামঃ-

» মদীনায় মসজিদে নববীতে আত্মঘাতী হামলা, নিহত ৩ (ভিডিও)

প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ইসলামের অন্যতম পবিত্র মসজিদ মদীনার মসজিদে নববীর কাছে আত্মঘাতী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ৩ জন নিহত হয়েছে।

সোমবার ইফতারের সময় মসজিদের পার্কিং এলাকার একটি নিরাপত্তা চৌকিতে এ হামলা হয় বলে সৌদি আরবের টেলিভিশন স্টেশন আল -আরাবিয়া জানায়।

নিহত ৩ জনের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী এবং ২ জন নিরাপত্তা কর্মকর্তা বলে আল আরাবিয়াকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে।

প্রতিবেদনে বল হয়, নিরাপত্তাকর্মীরা যখন ইফতার করছিলেন তখন হামলাকারী সেখানে বোমার বিস্ফোরণ ঘটান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, মসজিদে নববীর নিরাপত্তা চৌকির কাছে একটি গাড়িতে আগুন জ্বলছে। তা থেকে ফুলকি ছড়িয়ে পড়ছে।

সোশ্যাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে ২ জন নিরাপত্তা কর্মীকে মাটিতে লুটিয়ে থাকতে দেখা গেছে।

হামলার পর মানুষের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকার কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে ছুটে আসে।

মসজিদে নববী বিশ্বের দ্বিতীয় প্রাচীন মসজিদ। মহানবী (সা.) নিজেই এটি নির্মাণ করেন। এখানেই তার রওজা মুবারক অবস্থিত।

এছাড়া একই সময় কাতিফের একটি শিয়া মসজিদেও আত্মঘাতী হামলা হয়েছে। তবে আত্মঘাতী ছাড়া এতে কেউ হতাহত হয়নি।

সোমবার সৌদি আরবে শেষ রমজানের রাত। বুধবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

এদিকে সোমবার সকালে জেদ্দায় মার্কিন কনসুলেটে আত্মঘাতী হামলায় ২ জন নিরাপত্তা কর্মকর্তা আহত হন।

কারা এসব হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে দেশটিতে ইসলামিক স্টেট ও আল-কায়েদা সক্রিয় রয়েছে।

সূত্র: আলজাজিরা, রয়টার্স, আরটি

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930