শিরোনামঃ-

» কেমন হবে পথশিশুদের ঈদ!

প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ কে সামনে রেখে আমরা কতইনা কেনাকাটা করছি, কত টাকাই না নিজের জন্য ব্যয় করছি। নিজের আত্বীয় স্বজনরা কি ভাবে ঈদ করবে তার খোঁজ খবর প্রতিদিনই নিচ্ছি।

কিন্তু আমাদের পাশেই যে সুবিধাবঞ্চিতরা আছে তাদের কি কখনো খোঁজ নিয়েছি? কখনো কি ভেবেছি কেমন কাঁটবে তাদের ঈদ? যাদের নুন আনতে পান্তা ফুরায় তারা কোথায় পাবে ঈদের নতুন জামা-কাপড়?

ঈদের প্রস্তুতি সম্পর্কে কয়েকজন পথশিশুর সাথে কথা বলে জানা যায়। অনেকই তাদের কিছু জামা-কাপড় দেয়। তবে সেগুলো ঠিকভাবে গায়ে লাগে না। কারো ছোট হয় আবার কারো বড়।

তেমনই একজন পথশিশু নবাব। বাসা মোহাম্মদ পুরের বেড়ি বাধ এলাকায়। বাবা থেকেও নেই। মা অন্যের বাড়িতে কাজ করে। নবাব সব সময় সংসদ ভবনের সামনে আসে ভিক্ষা করতে। আর প্রতিদিন প্রায় ১৫০-২০০ টাকা পায়। এ দিয়ে সংসার চলে।

ঈদ প্রসঙ্গে জানতে চাইলে নবাব জানায়, ‘আমাদের তো নতুন কাপড় কেনার টাকা নাই।’

তবে একটা সেচ্ছাসেবি সংগঠন থেকে ঈদের জামা পেয়েছে নবাব। কিন্তু জামাটা তার থেকে বড়। ‘কখনো ঠিক মতো হয় কখনো বা বড় ছোট। তবে বোনের জামাটা ঠিক ছিল।’ জানাচ্ছিল নবাব।

‘জামাটা বেশ বড় কিন্তু অনেক সুন্দর’ জানাচ্ছিল অপর পথশিশু আঁখি।

পরিবার কিনে দিতে না পরলে বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া কাপড়ে বেশ খুশি তারা।

ঈদতো আসলেই তাদের জন্য। আমাদের সকলের উচিত আমাদের ঈদের আনন্দটা তাদের মাঝে ভাগ করে দেওয়া।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৩১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930