শিরোনামঃ-

» এবার ঈদে মুক্তি পাচ্ছে ৪ চলচ্চিত্র

প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্কঃ ঈদুল ফিতর উপলক্ষে দৌড়ঝাপ শুরু হয়েছে কাকড়াইল পাড়ায়। সিনেমা নেয়া আর হল বুকিংয়ের এই চিত্র নতুন কিছু নয়।

ঈদে এবার মুক্তি পেতে যাচ্ছে ৪টি সিনেমা। এ ৪ সিনেমার মধ্যে ৩টি হচ্ছে শাকিব খান অভিনীত, শিকারি, মেন্টাল ও সম্রাট। অন্যটি হলো জিৎ অভিনীত বাদশা।

একই সঙ্গে শাকিব অভিনীত ৩টি সিনেমা মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। যা বাণিজ্যিকভাবে যথেষ্ট ঝুঁকির। কিন্তু এ ঝুঁকি মাথায় নিয়েই মাঠে নেমেছেন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।

যদিও এ বিষয়ে আপত্তি তুলেছিলেন চিত্রনায়ক শাকিব। তবে আশার আলো হলো- এবার হল সংখ্যা বেড়েছে। এদিকে মুক্তি প্রতীক্ষিত সিনেমা নিয়েও বেশ আগ্রহী দর্শক। চলুন জেনে নেই মুক্তি প্রতীক্ষিত এ চলচ্চিত্রগুলো।

শিকারি : ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারি’ সিনেমাটি। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জি।

সিনেমাটি নির্মাণের শুরু থেকেই নানা কারণে আলোচনায় উঠে আসে। তারপর এ সিনেমার গান ও ট্রেইলার প্রকাশের পর সে আলোচনা আরো ঘনীভূত হয়। কিছু দিন আগে

এ সিনেমার প্রচারণায় ঢাকা এসেও ঘুরে গেছেন নায়িকা শ্রাবন্তী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিনেমাটি শুধু বাংলাদেশে নব্বইয়ের অধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে জানা গেছে।

যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি।  চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব।

এতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন- বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি ও রাহুল প্রমুখ।

বাদশা : ঈদুল ফিতরের মুক্তি পেতে যাচ্ছে জিৎ-ফারিয়া অভিনীত ‘বাদশা দ্য ডন’ সিনেমাটি।  প্রথমবারের জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারিয়া। এ সিনেমা শুরু থেকেই আলোচনায় ছিল। সিনেমাটিতে ব্যবহৃত কিছু গান দর্শকদের হৃদয় ছুঁয়েছে।

যাতে ২ বাংলার দর্শকই মুগ্ধ। এ সিনেমাটি বাংলাদেশ ও কলকাতায় একযোগে মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশে সিনেমাটি প্রায় ষাটের অধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন যাদব ও আব্দুল আজিজ। এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা।

এতে জিৎ-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।

সম্রাট : শাকিব-অপু অভিনীত সম্রাট সিনেমাও মুক্তি পেতে যাচ্ছে ঈদুল ফিতরে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হচ্ছে সম্রাট : দ্য কিং ইজ হেয়ার সিনেমাটি।

এতে সম্রাট চরিত্রে অভিনয় করছেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান।  আর রাজার ভূমিকায় দেখা যাবে ভারতের হিন্দি ও বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে।

এ সিনেমাটি ৮০ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এতে আরো অভিনয় করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ।

রানা পাগলা (মেন্টাল) : শাকিব-তিশা অভিনীত ‘মেন্টাল’ সিনেমার নাম নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল সেন্সরবোর্ডে। তারপর সেন্সরবোর্ড ‘রানা পাগলা’ নামে ছাড়পত্র দিয়েছে। শামীম আহমেদ রনি পরিচালিত মেন্টাল সিনেমাটি এ পর্যন্ত দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

এই সিনেমায় দ্বিতীয়বারে মতো জুটি বেঁধেছেন শাকিব খান ও আঁচল আঁখি। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিশা।

এ ছাড়া কণ্ঠশিল্পী পড়শীকে দেখা যাবে এ সিনেমায়। পরিচালক শামীম আহমেদ রনি নির্মিত  প্রথম সিনেমা এটি।

এ সিনেমার সংগীতায়োজন করছেন বাংলাদেশের শওকত আলী ইমন, ইমরান মাহমুদুল হক এবং কলকাতার প্রসেনজিৎ ডাব্বা ঘোষাল। প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা এক্সপ্রেস ফিল্মস ব্যানারে সিনেমাটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র।

তবে উল্লেখিত সিনেমার হল বুকিংয়ের তালিকা চাঁদরাত পর্যন্ত পরিবর্তিত হতে পারে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930