শিরোনামঃ-

» স্ত্রীর ওজনের চাপে পিষ্ট স্বামী

প্রকাশিত: ০৮. জুলাই. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ বিচিত্র ডেস্কঃ মৃত্যুর রকমফের রয়েছে। স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনায় মৃত্যু, বয়সজনিত কারণে মৃত্যু প্রভৃতি। কার মৃত্যু কখন কীভাবে হবে- বোঝা দায়।

যেমন সোমবার ভারতে এক প্রবীণ দম্পতির মৃত্যুর ঘটনা খবরের শিরোনামে পরিণত হয়েছে। ঘটনা না বলে একে অদ্ভুত দুর্ঘটনা বলাই ভালো। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ১২৮ কেজি ওজনের স্ত্রীর চাপে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন স্বামী। এ দুর্ঘটনায় স্ত্রীও মারা গেছেন।

জানা গেছে, সিঁড়ি দিয়ে ওঠার সময় পা পিছলে স্বামীর গায়ের ওপর পড়ে যান ১২৮ কেজি ওজনের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হলেও, দুজনেরই মৃত্যু হয়।

গুজরাটের রাজকোটের অভিজাত এলাকা কলাবাদের রামধাম সোসাইটির একটি বাড়ির একতলায় থাকতেন ৬৮ বছরের মঞ্জুলা ভিঠলানি এবং তার স্বামী নটবরলাল।

দোতলায় থাকতেন তাদের ছেলে আশিস ও তার স্ত্রী নিশা। সোমবার ভোর ৪টার আশিসের শ্বাসকষ্ট হওয়ায় নিচতলায় ওষুধ নিতে গিয়েছিলেন নিশা। ছেলের কথা শুনে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে থাকেন মঞ্জুলা ও তার স্বামী। সে সময় হঠাৎ মঞ্জুলা পা পিছলে পড়ে যান। পিছনেই ছিলেন তার স্বামী। মঞ্জুলার শরীরের ওজনে একপ্রকার পিষ্ট হন নটবরলাল। তার মাথায় গভীর আঘাত লাগে।

পুলিশ জানিয়েছে, সবসময় ছেলের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকা বাবা-মা ছেলের অসুস্থতার খবর পেয়ে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই এ দুর্ঘটনার শিকার হন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930