শিরোনামঃ-

» ৮৬ বছরের বৃদ্ধার চোখ জুড়ানো প্রাসাদ

প্রকাশিত: ০৮. জুলাই. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ বিচিত্র ডেস্কঃ সবার জীবনেই স্বপ্ন থাকে। মানুষভেদে স্বপ্নও ভিন্ন ভিন্ন। কিন্তু বেশিরভাগ মানুষই তার স্বপ্ন পূরণে সফল হোন না। স্বপ্ন পূরণে প্রয়োজন দীর্ঘ চেষ্টা ও অধ্যাবসায়ের।

সম্প্রতি চীনে ৮৬ বছর বয়সী এক নারী তার দারুন এক স্বপ্ন পূরণ দেখিয়ে সকলকে বিস্মিত করেছেন।

ইউ নামের ৮৬ বছর বয়সী এই বৃদ্ধা তার স্বপ্নের চীনা মাটির অত্যাশ্চার্য প্রাসাদ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন।

পিপলস ডেইলি অনলাইনের খবরে বলা হয়েছে, চিয়াংসি প্রদেশের জিংপিং গ্রামে চীনমাটির এই প্রাসাদটি সম্পন্ন হতে সময়ে লেগেছে ৫ বছর এবং এর জন্য ইউ অর্থ খরচ করেছে ৬ মিলিয়ন ইয়ান।

দারুন এই প্রাসাদটি এখন পর্যটকদেরও আকৃষ্ট করছে এবং ইউ তার চিনামাটির প্রাসাদটিকে চীনামাটির দ্রব্যের সংগ্রহশালাও করতে চলেছেন।

প্রাসাদটি ৩টি অংশে গঠিত এবং প্রতিটি প্রায় ৪০০ বর্গফুট পরিমাপের। বেশ কয়েক বছর আগে চীনের তিয়ানজিন শহর ভ্রমণের সময় ইউ এ ধরনের একটি চিনামাটির ভবন দেখার পর থেকেই তার স্বপ্ন, একদিন সে এ ধরনের একটি স্থাপত্য তৈরি করবে।

এজন্য তিনি চীনামাটির টুকরো সংগ্রহ করা শুরু করেন।

প্রাসাদটি নির্মানের জন্য তিনি ৬০ হাজার চীনামাটির টুকরো ব্যবহার করেছেন এবং অর্থ ব্যয় করেছেন ৬ মিলিয়ন ইয়ান। অসাধারণ শৈল্পিক এই প্রাসাদটি দেখতে ছুটে আসছেন পর্যটকরা।

ইউ বলেন, ভবিষ্যতে তিনি এ ধরনের আরো স্থাপনা তৈরি করবেন।

0607080910

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930