শিরোনামঃ-

» চাকরি ছাড়াও মোটা অংকের আয়

প্রকাশিত: ০৮. জুলাই. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ লাইফষ্টাইল ডেস্কঃ জীবনের জন্য আয় দরকার। হোক চাকরি বা ব্যবসা। কিন্তু আমাদের দেশে যুব সমাজের জন্য পর্যাপ্ত চাকরির সুযোগ নেই। অনেকে বারবার চাকরির পরীক্ষায় ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিচ্ছেন। অন্যের অধীনে কারোর চাকরিতে চরম অনিহাও আছে। অনেকর নেই আবার নতুন কোনো ব্যবসা শুরুর পর্যাপ্ত মূলধন।
তবে চোখ-কান খোলা রাখলে আপনিও অল্প সময় বা মূলধন দিয়ে শুরু করতে পারেন আয়। সেই আয় ছাড়িয়ে যেতে পারে বড় কোনো চাকরির বেতনকেও। স্বাস্থ্যবান করে তুলতে পারে আপনার পকেট।
বাড়ি কেনা-বেচার মধ্যস্থতাকারী
চাকরি নেই এ দিকে টাকারও দরকার? চিন্তা কী। বাড়ি বা জমির কেনা বেচা এই মুহূর্তে যথেষ্ট লাভজনক ব্যবসা। প্রথমে চেনাশোনার মধ্যে দিয়ে শুরু করুন। আস্তে আস্তে যোগাযোগের পরিধি বিস্তৃত হয়ে যাবে।
পশু পালন
যদি আপনি গৃহপালিত পশু) পছন্দ করেন। তাহলে এই ধরণের কাজ আপনার জন্য আদর্শ। বাড়িতে বা অন্য কোথাও জায়গা ভাড়া নিয়ে পশু-পাখির খামার গড়তে পারেন। নিশ্চিত থাকেন মাসের শেষে পকেটে আসবে অনেক টাকা।
সৃজনশীল দক্ষতা
সবার মধ্যেই কিছু না কিছু সৃজনশীল দিক থাকেই। কেউ ভালবাসেন কবিতা লিখতে, কেউ ভালবাসেন ঘর সাজাতে, আবার কেউ ভালবাসেন ফোটো তুলতে। নিজের ভিতরের সৃজনশীলতাকে অবহেলা না করে তাকে কাজে লাগান। কে বলতে পারে, হয়তো একজন ভালো ফোটোগ্রাফার বা কবি বা ইন্টেরিওর ডিজাইনার হয়েই জীবনে সাফল্য পেতে পারেন আপনি।
অনলাইনে চাকরি
বহু মানুষ আছেন যারা জীবনে ব্যস্ততার কারণে নিজেদের গবেষণার প্রজেক্ট লেখার সময় পান না। অনেক সময় তারা একজন অ্যাসিস্ট্যান্ট খোঁজেন। যদি ঘরে বসে টাকা রোজগার করতে চান তাহলে এই ধরনের বিভিন্ন সংস্থার সাইটে নিজের অ্যাকাউন্ট খুলুন আর টাকা আয় করুন ঘরে বসেই।
অনলাইন সার্ভে
নানা রকম পরীক্ষা-নিরীক্ষার জন্য নানান সার্ভে পেপার অনলাইনে দেয়া থাকে। সেখানে প্রশ্নের উত্তর দেয়ার জন্য টাকা দেয়া হবে আপনাকে।
মেকানিক্যাল
টিভি, ফ্রিজ, মোবাইল, মিক্সি ও মাইক্রোওয়েভ থেকে শুরু করে যে কোন মেশিন মেরামত করা শিখে নিন। এই ধরনের মেরামতির কাজও কিন্তু আজকের দিনে যথেষ্ট লাভজনক।
ফ্রিলান্সার লেখক
যদি আপনি লিখতে ভালোবাসেন তাহলে ফ্রিলান্সিংয়ে লেখালিখি করাও আপনার জন্য লাভজনত হতে পারে। এতে কোনো দায়বদ্ধতা নেই। বরং আছে সৃষ্টির মজা।
হোম ডেলিভারি
রান্না করতে ভালবাসেন?  সহজেই করতে পারেন হোম ডেলিভারির ব্যবসা। এতে লাভ তো হবেই, পাশাপাশি হরেক রকম রান্নায় মনও ভালো থাকবে আপনার।
গৃহ শিক্ষকতা
টাকা রোজগারের থেকে সহজ পদ্ধতি আর কি হতে পারে? নিজের যোগ্যতা বুঝে এবং পছন্দের বিষয় বেছে নিয়ে সহজেই গৃহ শিক্ষকতা করতে পারেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930