শিরোনামঃ-

» বাংলাদেশকে নিয়ে অজানা এক আশংকা ও সংশয় বিরাজমান

প্রকাশিত: ০৯. জুলাই. ২০১৬ | শনিবার

 

সিলেট বাংলা নিউজ সম্পাদকীয়: দেশের রাষ্ট্র যন্ত্রকে অচল করার জন্য অদৃশ্য ইশারায় নানাবিধ অপচেষ্টা বিদ্যমান রয়েছে।

গোয়েন্দা সংস্থার বিভিন্ন বিভাগকে আরো বেশি দক্ষতা ও সতর্কতার সহিত নজরদারি বাড়াতে হবে।

তবে খেয়াল রাখতে হবে নির্দোষ ও নিরপরাধ কোন মানুষ যেন কোন প্রকারের হেনস্থার স্বীকার না হয়।

অন্যথায় মানুষের মনে আইন শৃংখলা বাহিনীর প্রতি অনাস্থার পরিমাণ দিন দিন বাড়তেই থাকবে।

আমার আশংকা হচ্ছে এতো কঠোর নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে যেভাবে জঙ্গি তৎপরতা অব্যাহত রয়েছে, অদূর ভবিষ্যতে মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে মসজিদে নামাজ না পড়ে ঘরে আদায় করবে।

প্রত্যেকের জীবনের প্রতি মায়া আছে। কিন্তু এই উঠতি বয়সের জঙ্গি নামক ছেলেদের তাদের জীবনের প্রতি কোন প্রকারের মায়া নেই।

আমার জানার খুব ইচ্ছা জাগে কী এমন শিক্ষা পাচ্ছে যে, তারা আত্মঘাতী বোমা হামলায় মরতে সদা প্রস্তুত।

তৃতীয় বিশ্বের গরীব দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে অধিক পরিচিত।

এ অবস্থা থেকে বেরিয়ে আসতে উন্নয়নশীল দেশ বা মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।

ঠিক এই মুহূর্তে এ রকম একটি ধাক্কা সত্যিই বাংলাদেশে অব্যাহত উন্নয়নের ধারাকে ব্যাহত করবে।

বিশ্ব বাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে।

বৈদেশিক বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ইতোমধ্যে যেসব দেশ বাংলাদেশে বিনিয়োগ করেছে, তারাও নাকি দেশ ত্যাগের পায়তারা করছে।

এহেন অবস্থায় বাংলাদেশের অবস্থা নাজুক হওয়ারই কথা।

সংশয় কাজ করে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে।

আদৌ কি সম্ভব এর বাস্তব রুপ দেওয়া?

তাই আর দেরি করা চলবে না। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে দেয়া যাবে না।

দোষারোপের রাজনীতি না করে, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে মিলিতভাবে এসব অপশক্তিকে প্রতিহত করতে হবে।

দল ভিন্ন ভিন্ন হতে পারে কিন্ত দেশটাতো এক। রাজনৈতিক ব্যক্তি বা দলের মধ্যে মত বিরোধ থাকতেই পারে।

কিন্তু দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে মিলিতভাবে কাজ করা উচিত। তবেই দেশের বর্তমান এ বেহাল অবস্থা পরিবর্তনের কিছুটা আশা ভরসা রয়েছে।

আমরা প্রায়ই বলে থাকি বিভিন্ন মাদ্রাসায় জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু এ কথা ঠিক নয়। ইদানিং যতো জঙ্গি ধরা পড়েছে বা এর সন্ধান পাওয়া গেছে এতে কোন মাদ্রাসার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

বরং পরিচয় পাওয়া গেছে কতিপয় বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া ধনাঢ্য পরিবারের উচ্ছাবিলাসী ছেলেদের।

এদের মধ্যে কেউ কেউ আবার প্রভাবশালী রাজনৈতিক দলের নেতার ছেলেও রয়েছেন।

এখনোই সময় এসব অপশক্তির মুল উৎপাটন করা।

বিশেষ করে সরকারের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কঠোর হস্তে দমন করতে হবে এ জাতীয় জঙ্গি হামলা।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৩ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30