শিরোনামঃ-

» এমপি এম এ হান্নানসহ ৮ জনের প্রতিবেদন চূড়ান্ত

প্রকাশিত: ১১. জুলাই. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগে ময়মনসিংহের জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ সোমবার দুপুরে ধানমন্ডিস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এ কথা জানান প্রধান সমন্বয়ক সানাউল হক।
তিনি জানান, মানবতাবিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ও তার পুত্র রফিক সাজ্জাদসহ ৮ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, আটক ও নির্যাতনের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাপার সংসদ সদস্য হান্নান ছাড়া বাকি ৭ আসামি হলেন- রফিক সাজ্জাদ, খন্দকার গোলাম সাব্বির, খন্দকার গোলাম রব্বানি, মিজানুর রহমান, হরমুজ আলী, ফকরুজ্জামান ও আবদুস সাত্তার।
৮ আসামির মধ্যে ৫ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি ৩ জন পলাতক।
এর আগে গত বছরের ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় ছেলেসহ সংসদ সদস্য হান্নানকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930