সিলেট বাংলা নিউজ ষ্টাফ রিপোর্টারঃ সিলেটে বঞ্চিত প্যানেল শিক্ষকদের একটি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কার্যক্রম অনুষ্টিত হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের নিকট উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।
মহামান্য হাইকোর্টের আদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ ও আইন মন্ত্রনালয়ের মতামতের ভিত্তিতে বিগত ২৪ এপ্রিল ২০১৬ এর একটি সভায় সকল প্যানেল শিক্ষকদের নিয়োগ দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
সিলেটে প্যানেল শিক্ষকদের সংখ্যা ছিল মোট ৬৮৬ জন। এর মধ্যে প্রথম ধাপে নিয়োগ পায় ৩০১ জন। বাকি বঞ্চিত শিক্ষকদের সংখ্যা ৩৮৫ জন।
কিন্তু অদ্যাবধি সিলেটে অপেক্ষমান বঞ্চিত ৩৮৫ জন প্যানেল শিক্ষকদের নিয়োগের ব্যাপারে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক এখনও শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটি সংশ্লিষ্ট অধিদপ্তর বাস্তবায়ন করছে না।
মানববন্ধন অনুষ্টানে উপস্থিত বঞ্চিত প্যানেল শিক্ষক নেতারা তাদের নিয়োগকে কার্যকর করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করেন এবং অতিসত্ত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।
এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বঞ্চিত প্যানেল শিক্ষক কমিটির সহ-সভাপতি বিপ্লব দাস, সাধারন সম্পাদক মো. ইমরান খাঁন, অর্থ সম্পাদক অলিউর রহমান।
এছাড়া শিক্ষক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাসেল আহমদ, কল্পনা বিশ্বাস, আব্দুল মজিদ, ছালিম আহমদ, সাথী বেগম, খাদিজা বেগম, আছমা বেগম, নবনিতা বিশ্বাস, নজরুল ইসলাম, হারুন আহমদ (১), মনিকা রানী, হারুন আহমদ (২), কয়েছ আহমদ, মি. মনজিৎ, সেন বাবু, রাতুল তালুকদার, পাপলু আহমদ, পপি বেগম, রজত রায় ও শিল্পি বেগম।
জানা গেছে, গত রমজানের ভেতরেও আদালতের রায়প্রাপ্ত কয়েক হাজার শিক্ষক অধিদপ্তরের চিঠি অনুসারে নিয়োগভুক্ত না হওয়ায় প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে মানববন্ধন করেন।