- পুলিশের গুলিগে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মা; ‘আমার পুয়া নাই, আমরা আর টাউনো থাকতাম নায়, বাড়িত যাইমুগি’
- ১০৭ তম মহান রুশ বিপ্লব বার্ষিকীতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের লাল পতাকা র্যালি
- মির্জা লুৎফুজ্জামান বাবরের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- কামাল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সাহসী সৈনিক : খন্দকার মুক্তাদির
- নবীগঞ্জে সাংবাদিক আলীমের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- শাবিপ্রবি’র জিয়া ট্রি উদ্যানে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে যুবদলের আলোচনা সভা
- সিলেট বৌদ্ধ বিহারে চীবর দান অনুষ্ঠান
- শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে চাই সমৃদ্ধ বাংলাদেশ : ফয়সল আহমদ চৌধুরী
- গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠন এর পক্ষ থেকে দক্ষিণ সুরমায় উঠান বৈঠক
» বন্ধুত্বের মোড়কে পরীমণি আজিজের প্রেম!
প্রকাশিত: ২৬. জুলাই. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্কঃ চলচ্চিত্রের নায়িকাদের সঙ্গে প্রযোজক বা পরিচালকদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় অনেক কথা শোনা যায়। অতীতে নায়িকাদের সঙ্গে প্রযোজক ও পরিচালকদের বন্ধুত্ব থেকে প্রেম, অবশেষে তা পরিণয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। মাঝে মাঝে কেউ আবার বিচ্ছেদের পথেও হেঁটেছেন।
দেশিয় চলচ্চিত্রের এই সময়ের প্রভাবশালী প্রযোজক ও পরিচালক আবদুল আজিজের সঙ্গে এর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহির বন্ধুত্ব নিয়ে ফিল্মপাড়ায় অনেক আলোচনা-সমালোচনা ছিল। তখন কেউ কেউ বলেছেন, বন্ধুত্ব নয় আজিজের সঙ্গে মাহির প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ায় মাহি জাজ মাল্টিমিডিয়া থেকে বের হয়ে এলে সেই সম্পর্কে ভাটা পড়ে। এবার আজিজ নতুন এক বন্ধুর সন্ধান পেয়েছেন।
তার নাম পরীমণি। হ্যাঁ, চিত্রনায়িকা পরীমণির কথাই বলা হচ্ছে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ‘রক্ত’ চলচ্চিত্রে কাজ করছেন পরীমণি। পেশাগত কাজের সূত্র ধরেই ছবির প্রযোজক আবদুল আজিজের সঙ্গে তোলা ছবি প্রায়ই ফেসবুকে আপলোড করেন পরী। এর বিপরীতে আবদুল আজিজও কয়েক দিন ধরে পরীর সঙ্গে তোলা কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করছেন।
এতদিন বিষয়টি নিয়ে ফিল্মপাড়ায় তেমন কোন আলোচনা-সমালোচনা ছিল না। হঠাৎ করেই গতকাল জাজ মাল্টিমিডিয়ার এই কর্ণধার আবদুল আজিজ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে দাবি করেন, ‘পরীর সঙ্গে তার প্রেম নয়, বন্ধুত্বের সম্পর্ক।’ এর এক ঘণ্টার মাথায় পরীমণি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাদের বন্ধুত্বের বিষয়টি আরও পরিস্কার করেন। এ সময় দুজনই একাধিক ছবি পোস্ট করেন ফেসবুকে। আর এতেই যেন থলের বিড়াল বের হয়ে এলো!
আবদুল আজিজ তার স্ট্যাটাসে লিখেছেন, ‘একটা ছেলের সঙ্গে একটা মেয়ের শুধু প্রেমেরই সম্পর্ক হয় না। প্রেম ছাড়াও আরো মধুর সম্পর্ক হয়, যেমন ভাই-বোন, বন্ধুত্ব প্রেম বা ভালোবাসার সম্পর্ক ভেঙে যায়, স্বার্থে একটু আঘাত লাগলেই (যেমন আমার ৪ বছরের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে), কিন্তু ভাই-বোনের বা বন্ধুত্বের সম্পর্ক কখনো ভাঙে না, এটা আজীবন থাকে।
কারণ এই সম্পর্কে কিছু চাওয়া-পাওয়া থাকে না, থাকে না কোন স্বার্থ। মিডিয়া বা আমার পরিচিত অনেকেই আমার ও পরীমণির সম্পর্ক নিয়ে নানা চিন্তাভাবনা করে!!! অনেকে ভাবে, পরীমণি জাজের মেয়ে (নায়িকা) না হয়ে কেন এত বিগ বাজেটের সিনেমা ‘রক্ত’ করার সুযোগ পেল? কেন পরী আমাকে কোটি টাকার গাড়ি উপহার দিতে চাইল? কেন পরীর সঙ্গে আমার এত ছবি ফেসবুকে আপলোড করি।
মনে হয়, ব্যাপারটা একটু পরিস্কার করার সময় হয়েছে এখন। আমি ও পরীমণি খুব খুব খুব ভালো বন্ধু। আমরা এই সম্পর্ক এই জন্য করেছি, যাতে আমাদের সম্পর্ক আজীবন থাকে। আর আমরা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই, যে একটি ছেলে ও একটি মেয়ে, কোন কিছু চাওয়া-পাওয়া ছাড়াই, কত মধুর ও পবিত্র বন্ধুত্ব করতে পারে। আপনারা দোয়া করবেন, আমাদের বন্ধুত্ব যেন আজীবন টিকে থাকে, আমরা দুজন যে অবস্থানেই থাকি না কেন।’
আজিজের এই স্ট্যাটাসের প্রত্যুত্তরে পরীমণি নিজের ফেসবুক ওয়ালে লিখেন, ‘দোস্ত আমরা দুজন, হবো না দুশমন… ছিঁড়বে না এ বাঁধন, রবে চিরজীবন। পবিত্র বন্ধন বন্ধুত্ব, পবিত্র নাম বন্ধু, আছে মায়া, আছে টান, নেই এর আদি অন্ত, আছে অফুরন্ত ভালোবাসা, নেই কোনো মোহের অস্তিত্ব, এই ভালোবাসায় নেই কোনো খাদ, শত বদনামেও হবে না অবসাদ, অন্তহীন এ জীবনের মাঝে বন্ধুত্ব, সে তো সত্য।’
এরপর ইংরেজি অক্ষরে পরী আরও লিখেন ‘হ্যালো এফবি ওয়ার্ল্ড, এই দেখো এটা বন্ধুত্বের রিলেশন। ছেলেমেয়ে হাত ধরলে, একসঙ্গে চললে প্রেমপ্রীতি ছাড়াও অন্য সম্পর্ক হয়। আবদুল আজিজ এই মানুষটার সঙ্গে আমার প্রফেশনাল রিলেশন ছাড়াও আরো একটা রিলেশন আছে। সেটা খুব পবিত্র, খুব নির্ভয়, খুব বেশি সত্য, সেটা হলো বন্ধুত্ব। জাজের ‘রক্ত’ মুভির পর কোনো কাজ হোক আর না হোক, আমাদের এই বন্ধু সম্পর্কটা আমৃত্যু থাকবে ইনশাআল্লাহ।
বিকজ দুনিয়াতে এই একটি রিলেশন আছে, যার কোনো ব্রেকআপ বলে কিছু নেই। তোমরা দোয়া করো, এই বন্ধুত্ব যেন অমর হয়ে রয়। লেটস সেলিব্রেট। আই লাভ ইউ সো মাচ বন্ধু।’ ঠিক এর পর থেকেই আজিজ-পরীমণির বন্ধুত্ব নিয়ে নানা মুখরোচক গল্প শুরু হয় ফিল্মপাড়ায়। মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকে। কেউ কেউ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও অনেকে তা নেতিবাচকভাবে দেখেছেন।
নাম প্রকাশ না করার শর্তে উদীয়মান একজন চিত্রপরিচালক বলেন, আজিজ ও পরীমণির প্রেমের নতুন সংস্করণ হচ্ছে বন্ধুত্ব। প্রেমের শুরুতে সবাই এমনটি বলেন। ক’দিন পরই আসল ঘটনা জানা যাবে। কোন ভুল বোঝাবুঝি হলেই মাহির মতো পরীমণিকেও জাজ ছাড়তে দেখা যাবে। মাহি-আজিজ তাদের সম্পর্কটাকে বন্ধুত্ব বলেই চালিয়ে দিয়েছেন।
কিন্তু ফিল্মপাড়ার কে না জানে যে, মাহির সঙ্গে আজিজের প্রেম ছিল। এখন পরীমণিকে নিয়ে আজিজ বা আজিজকে নিয়ে পরীমণি যে বন্ধুতের মিশন শুরু করেছেন, তা নিয়েও একটি সিনেমার কাহিনী হতে পারে।’ এখন দেখার বিষয় আজিজ ও পরীমণির বন্ধুত্ব সময়ের বিবর্তনে কোন রঙ ধারণ করে!
এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৬ বার
সর্বশেষ খবর
- পুলিশের গুলিগে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মা; ‘আমার পুয়া নাই, আমরা আর টাউনো থাকতাম নায়, বাড়িত যাইমুগি’
- ১০৭ তম মহান রুশ বিপ্লব বার্ষিকীতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের লাল পতাকা র্যালি
- মির্জা লুৎফুজ্জামান বাবরের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- কামাল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সাহসী সৈনিক : খন্দকার মুক্তাদির
- নবীগঞ্জে সাংবাদিক আলীমের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক