শিরোনামঃ-

» ‘ওরা বলে আইএস, আমরা বলি জেএমবি’ : আইজিপি এ কে এম শহীদুল হক

প্রকাশিত: ২৬. জুলাই. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘কল্যাণপুরের নিহত জঙ্গিরা জেএমবি’র সদস্য। তারা নিজেদের বলে আইএস। আমরা বলি জেএমবি।’

মঙ্গলবার সকালে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ৫৩/৩ তাজমঞ্জিল নামের ৬ তলা ভবনে ’জঙ্গি আস্তানায়’ অভিযান শেষে পুলিশের তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘তারা গুলশান হামলার জঙ্গিদের মতোই কলো পোশাক পরা ছিল। তাদের মাথায় ছিল পাগড়ি। তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।’

তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ‘জঙ্গিদের সঙ্গে কালো ব্যাগও ছিল। কল্যাণপুরের

আস্তানায় ১১ জঙ্গির ৯ জন নিহত হয়েছে। ১ জন আহত অবস্থায় আটক আছে। আর ১ জন পালিয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।’

এদিকে এই ঘটনায় পালাতে গিয়ে পুলিশের হাতে আহত অবস্থায় আটক জঙ্গির নাম হাসান (২৫)। তার বাড়ি বগুড়ার জীবন নগরে। এক বছর ধরে এই দলের সঙ্গে আছেসে। এখানে বাবুর্চি হিসেবে কাজ করতো হাসান । ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর হাসান দাবি করে, ‘আমরা আইএস-এর লোক।’

একই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মারুফ হাসান।

তিনি বলেন, গুলশানের মতো ঘটনা ফের ঘটাতে জঙ্গিরা কল্যাণপুরে জড়ো হয়েছে, পুলিশের কাছে এমন তথ্য ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ, র‌্যাব ও সোয়াত টিম কল্যাণপুরে অভিযান চালায়।

মারুফ হাসান বলেন, রাত সাড়ে ১২টার দিকে আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। এ সময় ২ জঙ্গি বাড়ির নিচে নেমে এসে ’আল্লাহু আকবার’ বলে পুলিশের ওপর গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ৯ জঙ্গি নিহত হয়েছে।

কল্যাণপুরে জঙ্গিবিরোধী এ অভিযান ’অপারেশন স্টর্ম-২৬’ নামে পরিচালিত হয় বলে জানায় পুলিশ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930