শিরোনামঃ-

» ইইউতে ওআইসির রাষ্ট্রদূত ইসমাত জাহান

প্রকাশিত: ২৭. জুলাই. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত পেশাদার কূটনীতিক ইসমাত জাহান ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) রাষ্ট্রদূত নিয়োগ পেয়েছেন। তিনি ৪ বছরের জন্য ৫৭টি মুসলিম দেশের জোট-ওআইসির রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলস-এ ইইউ সদর দপ্তরে প্রতিনিধিত্ব করবেন।
বাংলাদেশ সরকার ইতিপূর্বে তাকে যুক্তরাজ্যে হাইকমিশনার নিয়োগ দিয়েছিল। সেটি বাতিল করে ইসমাত জাহানকে ৩ বছরের লিয়েন দিয়েছে সরকার। তিনি ২০১৯ সালে অবসরে যাবেন।
জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্ক ও জেনেভায় অতিরিক্ত ব্রাসেলস-এ ওআইসির মিশন চালু হয় ২০১৩ সালে। দ্বিতীয় রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের ইসমাত জাহান নিয়োগ পেলেন। ওআইসির রাষ্ট্রদূত পদে কোন বাংলাদেশি এবং নারী হিসেবে ইসমাত জাহানই এত বড় পদে নিয়োগ পেলেন।
এটি বিরল সম্মানের ও বড় অর্জন বলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান। ’৮২ সালের পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা ইসমাত জাহান ইতিপূর্বে নেদারল্যান্ডসে রাষ্ট্রদূত ও নিউইয়র্কে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন।

এদিকে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন যুক্তরাজ্যে হাইকমিশনার নিয়োগ পেয়েছেন। তিনি ইতিপূর্বে যুক্তরাজ্যে ডেপুটি হাইকমিশনার ও সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930