শিরোনামঃ-

» জঙ্গিদের বিরুদ্ধে জাতি আজ ঐক্যবদ্ধ : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

প্রকাশিত: ২৮. জুলাই. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আশা প্রকাশ করে বলেছেন, “অচিরেই জঙ্গি তৎপরতা বন্ধ হবে। জঙ্গিদের বিরুদ্ধে জাতি একাত্তরের মতো ঐক্যবদ্ধ।”

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে আধুনিকায়ন করার জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে জাতি একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়েছে।”

শান্তিপ্রিয় মানুষের দেশ বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক অবস্থা বিরাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, “এ জঙ্গি হামলার উদ্দেশ্য হলো ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে পিছিয়ে দেয়া। ইতালি হলো বাংলাদেশের ষষ্ঠতম তৈরি পোশাক ক্রেতা দেশ। গুলশানের রেস্তোরাঁয় জঙ্গিরা ইতালির নাগরিকদের হত্যা করেছে, যাতে ইতালির ক্রেতারা বাংলাদেশে না আসে।”

মন্ত্রী বলেন, “জাপান আমাদের সবচেয়ে বড় দাতা দেশ। তাদের হত্যা করা হয়েছে, যাতে জাপানের সহায়তা বন্ধ হয় এবং বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।”

কল্যাণপুরের জঙ্গিবিরোধী অভিযানের কথা উল্লেখ করে তোফায়েল বলেন, “যখন একটি দলের পক্ষ থেকে নিহত জঙ্গিদের বিরুদ্ধে তারা জঙ্গি কি না, এ বিষয়ে সন্দেহ করা হয়, তখন ওই দলের উদ্দেশ্য বোঝা যায়।”

মতবিনিময় সভায় বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশের পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (বিকেএমইএ) ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা অংশ নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৪ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30