শিরোনামঃ-

» সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের ব্যস্ত রাখতে হবে

প্রকাশিত: ০১. আগস্ট. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ‘জঙ্গিবাদ এদেশে দীর্ঘদিন ধরে লালিত পালিত হয়ে আসছে। জঙ্গিবাদ মোকাবিলায় তরুণ শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে হবে। তরুণদেরকে বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিনেট ভবনের সামনে অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাসহ সকল জঙ্গিবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।

সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রাক্তন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক কেবিএম মাহবুবুর রহমান, ইতিহাস বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে রাবি উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক নিরীহ শিক্ষককে হত্যা করা হয়েছে। আমার মনে হয়েছে আমাকে এবং এ বিশ্ববিদ্যালয়কে হত্যা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছু বিপথগামী থাকতে পারে। ঐক্যবদ্ধভাবে এসব বিপথগামীদের চিহ্নিত করতে হবে। তরুণরা এদেশ স্বাধীন করেছে। তারাই এদেশকে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করবে।’

 

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930