শিরোনামঃ-

» সিলেটের অভিনেতা কটাই মিয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

প্রকাশিত: ০২. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজঃ সিলেটের জনপ্রিয় কৌতুক অভিনেতা সাহেদ মোশারফ ওরফে কটাই মিয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। কটাই মিয়া নিজেকে একজন ক্ষমতাশালী লোক মনে করেন। ইউনিয়ন নির্বাচনে প্রার্থী হয়ে অংশগ্রহন করেন তিনি। নিজের প্রভাব খাটিয়ে এলাকার ভোটাদের ও অন্যান্য মানুষের সাথে খারাপ আচরণ, বাড়ি বাড়ি ভোট চাইতে গিয়ে সুন্দরী মহিলাদের দেখে খারাপ নজর, বিয়ের প্রস্তাবসহ নারী কেলেংকারী জটিলতা।

কালো টাকা দিয়ে ভোট কিনে নেয়ার চেষ্টা এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা। তাদের হুমকি ধমকিসহ নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে, ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে সেটা বাস্তবে নয় অভিনয়ে। এমনই একটি মন মাতানো দমফাটানো হাসির নাটকের চরিত্রে অভিনয় করলেন কৌতুক অভিনেতা কটাই মিয়া।

নাটক “সুখে দুঃখে পাশে থাকব” এর স্যুটিংয়ের কাজ চলছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকার বিভিন্ন মনোরম লোকেশনে। এই নাটকে কটাই মিয়াসহ আর যারা অভিনয় করছেন সাংবাদিক আমির হোসেন সাগর, স্বপ্না সহ  অনেকেই।

নাটকটি রচনা ও পরিচালনা করছেন শাহেদ মোশারফ। সার্বিক তত্বাবধানে ছিলেন বিশ্বজিৎ সরকার, ক্যামেরায়, শাহজাদা, মেকাপে সুমন রায়, লাইটে চানী, খাবার সরবরাহ আমির, সহযোগীতায় কণ্ঠশিল্পী আকরাম, শিতল বাবু, মো. রাজু। বিশেষ কৃতজ্ঞতায় সিলাম ইউনিয়নবাসি।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930