শিরোনামঃ-

» কিছু বিপথগামী ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু বিপথগামী ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করছে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদ, সন্ত্রাসের কোনও স্থান নেই। কিন্তু কিছু বিপথগামী ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করছে। তাদের কারণে আমরা যারা ধর্মপালন করি, তাদের পৃথিবীতে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় হজ্ব ব্যবস্থাপনা কার্যক্রম-২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। রাজধানীর আশকোনার হজ্ব ক্যাম্পে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি জানি এরা এসব করে কী অর্জন করতে চায়।

তিনি বলেন, বাবা-মা’সহ সবাইকে সজাগ থাকতে হবে। ধর্মের নামে যারা বিপথে যাচ্ছে তাদের বিষয়ে সোচ্চার থাকতে হবে, যাতে কেউ বিপথে যেতে না পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজ্ব ব্যবস্থাপনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, ইতিমধ্যে হজ্বযাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজধানীর আশকোনার হজ্ব ক্যাম্প। বৃহস্পতিবার শুরু হবে হজের ফ্লাইট। হজ ক্যাম্প সূত্র জানিয়েছে, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হজ্বযাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইট (বিজি ১০১১) ৪ আগস্ট সকাল ৮টা ৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। একই দিন বিকাল ৫টায় দ্বিতীয় ফ্লাইট (বিজি ৫০১১) ঢাকা ছাড়বে। চলতি বছরের হজ্ব ফ্লাইট চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রথম দু’টি ফিরতি ফ্লাইটে ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টা ২০ মিনিট ও রাত ১১টা ২০ মিনিটে হাজীরা ঢাকায় ফেরত আসবেন। বাংলাদেশ বিমান ১১২টি বিশেষ ফ্লাইট ও ৩২টি নির্ধারিত ফ্লাইট দিয়ে ৫০ হাজার হজ্ব যাত্রী পরিবহন করবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930