শিরোনামঃ-

» শূন্যে ভেসে চার্জ!

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আপনার পছন্দের তালিকায় অ্যাপল ওয়াচ থাকুক আর নাই থাকুক, এর নতুন তারহীন চার্জার খারাপ লাগার কথা না। নতুন এই চার্জার এরই মধ্যে অনেকের দৃষ্টি কেড়েছে, অনেকে আবার যোগ করছেন ‘জাদুকরি’ বিশেষণ। তারহীন চার্জার এখন আর নতুন কিছু না, নতুনত্ব এর চার্জ করার ধরনে। চার্জ করার সময় আক্ষরিক অর্থেই স্মার্টঘড়ি শূন্যে ভেসে থাকে।

এই শূন্যে ভেসে থাকার পেছনের প্রযুক্তি অবশ্য জটিল না-ম্যাগনেটিক লেভিটেশন বা চুম্বকের বিকর্ষণ শক্তির ব্যবহার। ‘লিফট’ নামের এই ভাসমান চার্জার বানিয়েছে লেভিটেশন ওয়ার্কস নামের নিউইয়র্কভিত্তিক এক প্রতিষ্ঠান। আপাতত অ্যাপল ওয়াচ এবং পেবল স্মার্টঘড়ির জন্য এই চার্জার বানাচ্ছে প্রতিষ্ঠানটি।

এই চার্জারের দুটি অংশ। একটি অংশ স্মার্টঘড়ি চার্জ করে, যা স্মার্টঘড়ির সঙ্গে পেঁচিয়ে রাখতে হয়। নিচে আরেকটি যন্ত্র বা বেজ ইউনিট আছে। এই দু’টি যন্ত্রের মধ্যের দূরত্বই ঘড়ির ভেসে থাকার রহস্য। ঘড়িটি কিছুটা ওপরে ভাসমান অবস্থায় অবিরাম ঘুরতে থাকে।

এই ঘুরতে থাকা চার্জিং ইউনিটটি বাইরে যাওয়ার সময় অতিরিক্ত চার্জার বা পাওয়ার ব্যাংক হিসেবে সঙ্গে রাখতে পারবেন। স্মার্টঘড়ির চার্জ কমে এলে এটি ব্যবহার করে চার্জ দিতে পারবেন। চার্জ হয়ও বেশ দ্রুত।

আগামী অক্টোবরে লিফট চার্জার বাজারজাত করা হবে বলে লেভিটেশন ওয়ার্কসের পক্ষ থেকে জানানো হয়। বিনিয়োগের আহ্বান জানানোর ওয়েবসাইট কিকস্টার্টারে দরকারি বিনিয়োগ চেয়ে পোস্ট করেছি প্রতিষ্ঠানটি। কিন্তু এরই মধ্যে লক্ষ্যমাত্রার অতিরিক্ত বিনিয়োগ পেয়েছে এই প্রতিষ্ঠান। লিফটের দাম ১৯৯ ডলার হলেও প্রচারাভিযান চালানোর সময় এই চার্জিং যন্ত্রটির দাম ১৪৯ ডলার উল্লেখ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৯ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031