শিরোনামঃ-

» সিলেটে বিদ্যুৎ শ্রমিকদের কর্মবিরতি ও সমাবেশ অনুষ্টিত

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজঃ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো) কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও কর্মবিরতি পালন করেছে শ্রমিক-কর্মচারীরা। কর্ম বিরতির ২য় দিনে আজ বুধবার সকাল থেকে জাতীয় শ্রমিক লীগের ব্যানারে শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন।

দুপুরে বাগবাড়িস্থ সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কোম্পানীতে রূপান্তরের প্রতিবাদে সমাবেশে সভাপতিত্ব করেন  জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শুক্কুর আহমদ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য  রাখেন সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল কাদির, সদস্য প্রকৌশলী উজ্জ্বল কুমার মহোন্ত, বিউবো সিলেট অঞ্চলের উপপরিচাল আব্দুস সত্তার, সহকারী প্রকৌশলী জিয়াউল হাসান, সিলেট সহ- সভাপতি হাজী সেলিম, মো. নূরুল ইসলাম, কার্যকরী সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবদুল জলিল, বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর সভাপতি নূরুল ইসলাম, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক গাজী পলাশ, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শ্রমিক নেতা হাজী মোস্তাকিম প্রমুখ।

বক্তারা বলেন- বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোম্পানী হলে সারাদেশের গ্রাহকরা হয়রানীর শিকার হবেন অতিরিক্ত বিল দিতে হবে শুধু তাই নয় কোম্পানী বিদ্যুৎ বিভাগের কোন সফলতা নিয়ে আসতে পারবে না।

তাই দেশের স্বার্থে বিউবোকে কোম্পানী করা থেকে বিরত থাকার প্রয়োজন। সারাদেশে বিদ্যুৎ ঘাটতি কমিয়ে যখন উৎপাদন বেড়েছে তখন একটি কুচক্রি মহল তাদের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য বিউবোকে কোম্পানিতে রূপান্তরের ষড়যন্ত্র শুরু করেছে।

বক্তারা আরও বলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া বন্ধ করা না হলে সিলেটসহ সারাদেশে যে কর্মবিরতি শুরু হয়েছে তা অব্যাহত থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930