শিরোনামঃ-

» পুলিশি হয়রানীর বিরুদ্ধে অটোরিক্সা সিএনজি শ্রমিকদের রাস্তা অবরোধ

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজঃ পুলিশের হয়রাণী ও মামলার প্রতিবাদে নগরীর কোর্ট পয়েন্টে আজ বুধবার দুপুর ১২টায় রাস্তা অবরোধ করে রেখেছে সিএনজি-অটোরিক্সা শ্রমিকরা। বন্দরবাজার হাসান মার্কেটের সামনে পেসেঞ্জার তোলাকে কেন্দ্র করে এঘটনা ঘটে।

জানা যায়, ট্রাফিক পুলিশ আল আমিন গাড়ী থেকে পেসেঞ্জার নামিয়ে ২টি গাড়ীর উপর অবৈধভাবে মামলা দেন। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে রাখে অটোরিক্সা-সিএনজি শ্রমিকরা।

সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ জানান, পুলিশি হয়রানীর বিরুদ্ধে আমরা বারবার আবেদন করেছি কিন্তু এর কোন প্রতিকার পাইনি।

সাধারন শ্রমিকরা পুলিশি নির্যাতনের বিষয়ে ক্ষুব্দ হয়ে রাস্তা অবরোধ করে। আগামী কাল বৃহস্পতিবার জেলা কমিটির জরুরী সভা আহবান করা হয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও আইনশৃঙ্খলা বাহীনির হস্তক্ষেপে সাময়িক অবরোধ স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮১ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30