শিরোনামঃ-

» ইনাম চৌধুরী, এম এ হক ও লুনাসহ সিলেটের যারা বিএনপি’র নির্বাহী কমিটিতে স্থান পেলেন

প্রকাশিত: ০৬. আগস্ট. ২০১৬ | শনিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সিলেটের স্থান পেয়েছেন যারা। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা নির্বাচিত হয়েছেন এম এ হক (আব্দুল হক), নিখোঁজ এম ইলিয়াস আলী’র স্ত্রী তাহসিনা রুশদি লুনা, সহ-সভাপতি ইনাম আহমদ চৌধুরী, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সহ-সম্পাদক প্রবাসী কল্যাণ বিষয়ক ব্যারিস্টার আব্দুস সালাম, সহ-সম্পাদক স্বেচ্ছাসেবক বিষয়ক এডভোকেট শামছুজ্জামান জামান, সহ-সম্পাদক ব্যাংকিং রাজস্ব বিষয়ক খন্দকার মুক্তাদির, সদস্য শফি আহমদ চৌধুরী, আরিফুল হক চৌধুরী, ডা. শাহরিয়ার হোসেন চৌধূরী, আবুল কাহের শামীম, নতুন সদস্য এডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নি।

এছাড়া সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে ডা. জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন (সুনামগঞ্জ) তাদের নাম পূর্বে ঘোষনা করা হয়।

আসছে —–

সিলেট বিভাগের স্থান ও বাদ পড়া এবং নতুন স্থান পাওয়াদের নিয়ে বিশেষ প্রতিবেদন

৩ জন নতুন মুখ নিয়ে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ১৭ জনের নাম ঘোষণা হয়েছে। এছাড়া ঘোষণা করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিও।

শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণা দেন।

মোট ৬০২ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৭ জন স্থায়ী কমিটিতে, ৭৩ জন উপদেষ্টা, ৩৫ জন ভাইস চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব, সম্পাদক ও সহসম্পাদক মিলে ১৭৪ জন এবং সদস্য রাখা হয়েছে ২৯৩ জনকে। সদস্যদের মধ্যে ১১৩ জন নতুন।

এছাড়া ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এদের ৪৯৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকিদের নাম পরে জানানো হবে।

গত ১৯ মার্চ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের ৪ মাস ১৬ দিন পর এই কমিটির ঘোষণা আসল।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930