শিরোনামঃ-

» সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮. আগস্ট. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষতি হয় এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।’
সোমবার জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা ১৯ বার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার প্রচেষ্টা করেছিল তারাই আজকের জঙ্গিবাদের মূল হোতা ও ষড়যন্ত্রকারী।
বর্তমান সরকারের অগ্রগতি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ৭১ ও ৭৫ এর পরাজিত শক্তিরাই জঙ্গিবাদের নামে এ দেশীয় সন্ত্রাসীরা নানা ষড়যন্ত্র করছে।
সংগঠনের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক ফরিদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এডভোকেট সানজিদা খানম এমপি, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক কাশেম হুমায়ুন, আশরাফ খান, আতাউর রহমান, মাহমুদা চৌধুরী, আহমেদ সেলিম রেজা, শাহীন চৌধুরী প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশে কোন আইএসের অস্তিত্ব নেই। যারা ধর্মের নামে সন্ত্রাস করছে তারা স্থানীয় জঙ্গি হিসেবে পরিচিত বলে ইতিমধ্যে অনেক তথ্য জানা গেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930