শিরোনামঃ-

» অলিউল্লাহ হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

প্রকাশিত: ০৯. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ চাঁদপুরের কচুয়ার আওয়ামী লীগ নেতা অলিউল্লাহ মৃধা হত্যা মামলার রায়ে ৬ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

মঙ্গলবার সকাল ১০টার দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মুহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুল হালিম, মেহেদী হাসান (শাকিল), গৌরব, আবদুল কাদের, নাজমুল হাসান (সাকিব) ও হারুন।

এ মামলায় ১০ আসামির মধ্যে বাকি ৪ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। তবে ১০ আসামিই পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের কৌঁসুলি আইয়ুব খান।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ জুলাই ঈদুল আজহার রাতে কচুয়া উপজেলার শংকরপুর গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অলিউল্লাহ মৃধাকে বিরোধের জের ধরে বাড়ির উত্তর দিকে রাস্তার পাশে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে তৎকালীন সময়ে একই গ্রামের আবদুল হামিদ মৃধাকে প্রধান আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা (যার নং ১২, তারিখ ৩০/০৭/২০১৪) দায়ের করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930