শিরোনামঃ-

» ইসলামপুর ইউপি আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

প্রকাশিত: ১৭. আগস্ট. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ: সিলেট- ৪ আসনের সংসদ সদস্য ও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর রক্তে রক্তাক্ত সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে।

১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ড ব্যক্তিকে হত্যা নয়, এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল।

কিন্তু এ হত্যাকা্ন্ডে পেছনে যে রাজনীতি ও ষড়যন্ত্র রয়েছে তা উদ্ঘাটন করতে হবে’।

যেসব অপশক্তি বাংলাদেশকে জঙ্গী ও তালেবান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত তাদের হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন মহান মুক্তিযুদ্ধে অর্জিত এই সোনার বাংলাদেশ কখনো জঙ্গী রাষ্ট্র হবে না।

শেখ হাসিনার দক্ষ ও সফল নেতৃত্বে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও সোনার বাংলাদেশ গড়ে উঠবে।

গতকাল বুধবার (১৭ আগস্ট) ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের উদ্যোগে পাড়ুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহজ্ব আব্দুল বাছির, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আজমল আলী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মো. ফারুকুজ্জামান।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ থানা আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, আতাই মেম্বার, বিলাল উদ্দিন, রফিক মিয়া, ফারুক মিয়া, সাদেক আলী প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেড় দশক পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে দেওয়া হতো না। এরপর নব্বইয়ের গণঅভ্যূত্থানের পর জামায়াতের হাত ধরে বিএনপি ক্ষমতায় এলেও এ হত্যাকা্ন্ডে বিচারের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি।

আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনীরা অনেকেই এখনো বিদেশের মাটিতে পালিয়ে বেড়াচ্ছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে বঙ্গবন্ধুর দন্ডপ্রাপ্ত খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930