শিরোনামঃ-

» পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন : ডিসি ফয়ছল মাহমুদ

প্রকাশিত: ১৯. আগস্ট. ২০১৬ | শুক্রবার

 সিলেট বাংলা নিউজঃ সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে আলোচনাসভা গত বৃহস্পতিবার সন্ধ্যায় (১৮ আগস্ট) মৌসুমি ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জলের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী মাসুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (সার্কেল উত্তর) ফয়সাল মাহমুদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ, মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, অ্যাডভোকেট আজিজুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, অ্যাডভোকেট কুতুব উদ্দিন, আব্দুল হামিদ মানিক, অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, শক্তি পদ দত্ত, দিদার ই রহমান গুলজার, সুহেব আহমদ, ডা. পরশ চন্দ্র দত্ত, মৌসুমি ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মহিউল ইসলাম চৌধুরী মনসুর, আলী মো. মিজানুর রহমান, উপদেষ্টা ছাদিকুর রহমান চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ূন কবির, তারেক আহমদ খান, আবু উবায়েদ, মুরাদ খান, ওয়াহিদুল হক চৌধুরী মাসুম, সৈয়দ মারুফ, দুলাল আহমদ, মছব্বির আলী হিমেল, মাজহারুল হক চৌধুরী, সজিব আহমদ, উবায়েদ আহমদ, আব্দুল হালিম চৌধুরী প্রমূখ।

আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কোতোয়ালি থানার ওসি সুহেল আহম্মেদ, কোরআন তেলাওয়াত করেন মুহিউল হক চৌধুরী মনসুর।

প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল মাহমুদ বলেন, যারা কমিউনিটি পুলিশিংয়ের সাথে জড়িত তারা মানুষের সেবক হিসেবে কাজ করতে হবে।

মহানগর পুলিশ তাদেরকে সবসময় পাশে থেকে সহযোগীতা করবে। তিনি ওয়ার্ডবাসীকে যেকোন ধরনের অপরাধ ওয়ার্ডে সংঘঠিত হওয়ার আগেই পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহ্বান জানান।

তিনি বলেন প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে এসআই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপালন করবেন।

তারই ধারাবাহিকতায় ১৮ নম্বর ওয়ার্ডে এসআই নজরুল ইসলাম দায়িত্ব পালন করবেন। যেকোন প্রয়োজনে তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930