শিরোনামঃ-

» বৃক্ষমেলা থেকে ফলজ গাছের চারা উপহার পেল শিক্ষার্থীরা

প্রকাশিত: ২২. আগস্ট. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজঃ সিলেট জেলা প্রশাসন, বন বিভাগ ও সিলেট নার্সারী মালিক সমিতির উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যপী বিভাগীয় বৃক্ষমেলা থেকে ফলজ গাছের চারা উপহার পেল শাহজালাল আইসিটি কিন্ডার গাডের্ন স্কুল এন্ড হাইস্কুলের শিশু শিক্ষার্থীরা।

নগরীর রেজিস্টারী মাঠে আয়োজিত বৃক্ষমেলা পরিদর্শনে গেলে আজ সোমবার শিশুদের হাতে ফলজ গাছের চারা উপহার হিসেবে তুলে দেন সিলেট নার্সারীর স্বত্তাধিকারী মলয় লাল ধর।

তিনি জানান, সোমবার দুপুরে শাহজালাল আইসিটি কিন্ডার গাডের্ন স্কুল এন্ড হাইস্কুল প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীরা মেলা পরিদর্শনে আসে এবং মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করে শিশু শিক্ষার্থীরা।

তাদের উদ্ভুদ্ধ করতেই কিন্ডার গার্ডেনের শিক্ষকদের উপস্থিতিতে তাদের হাতে ফলজ বৃক্ষের চারা প্রদান করা হয়।

এ ধরনের উপহার শিক্ষার্থীদের বৃক্ষ রোপনে উদ্ভুদ্ধ করবে। গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের আনন্দিত হয়ে গাছের প্রতি আরো আন্তরিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ এই প্রতিপাদ্য নিয়ে ১১ আগস্ট থেকে শুরু হওয়া বৃক্ষ মেলা শেষ হবে আগামী ২৫ আগস্ট।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য এ মেলা উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন মেলার তথ্য কেন্দ্রের দায়িত্বরত বন কর্মকর্তা এস এম মনসুর আলম।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30