শিরোনামঃ-

» মামুনের খুনীদের গ্রেফতারে ব্যবসায়ীদের ৭২ ঘন্টার আলটিমেটাম

প্রকাশিত: ২২. আগস্ট. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজঃ জিন্দাবাজারের এলিগ্যান্ট শপিং মলের ঊদীয়মান ব্যবসায়ী করিম বক্স মামুনের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিশাল সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

সোমবার সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত নগরীর সকল মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এ বিক্ষোভ সমাবেশ পালিত হয়।

সমাবেশে  সভাপতির বক্তব্য রাখেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়া।

তিনি বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে মামুনের খুনীদের গ্রেফতার করা না হলে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে সভা করে বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবে।

তিনি পুলিশ প্রশাসনের প্রতি মামুনের খুনীদের গ্রেফতারে আরো তৎপর হওয়ার আহবান জানান।

মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সাধারন সম্পাদক  মো. নাজমুল হকের পরিচালনায় সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জল্লারপাড়ের ব্যবসায়ী অপু বক্স।

সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রকিব শিকদার, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সহ-সভাপতি মো. আব্দুল মুনিম মল্লিক মুন্না, মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী পাবেল, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন, আল হামরা মার্কেটের সাধারন সম্পাদক আব্দুর রহমান রিপন, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আলী আহমদ কামাল, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষন পরিষদের সদস্য সচিব এহসানুল হক তাহের, করিম উল্লা মার্কেটের সভাপতি কাওছার আহমদ, মধুবন মার্কেটের সাধারন সম্পাদক আলা মিয়া, সহ-সাধারন সম্পাদক আব্দুল আহাদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সহ-সাধারণ সম্পাদক শাহ আহমদুর রব,  মহানগর সহ-সভাপতি আব্দুল আজিজ, সিটি সেন্টারের সাধারন সম্পাদক হোসেন আহমদ, আম্বখানার সাধারণ সম্পাদক গোলজার আহমদ, আম্বরখানার ব্যবসায়ী আব্দুল মুক্তাদির মুক্তা, নেহার মার্কেটের সাধারন সম্পাদক মো. আমজাদ আলী, জিন্দাবাজারের মো. আনিস, ব্রক্ষময়ীবাজারের সভাপতি আতিকুর রহমান, দরগাহ বাজারের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু,  নিহত মামুনের বাবা আনোয়ার বক্স বুলু, চাচা বাবর বক্স, মহানগর কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক রিহাদুল হাসান রুহেল, এলিগ্যান্ট শপিং মলের আহ্বায়ক ফয়জুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ গলির সভাপতি মেহদী কাবুল, গোলাম কিবরিয়া মাশুক, মহানগর প্রচার সম্পাদক শাহ টিপু সুলতান, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমরুল, ব্লু ওয়াটারের সভাপতি সাহেদ আহমদ, আল মার্জানের আহবায়ক মাহমুদুর রউফ দুর্লভ, মিতালীর সভাপতি এটিএম খসরুজ্জামান, মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মো. সাদিকুর রহমান, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, আব্দুস সামাদ তোহেল, নয়াসড়কের সাধারণ সম্পাদক হোসেন আহমদ।

এসময় বিভিন্ন মার্কেট থেকে একাত্বতা পোষন করে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শুকরিয়া মার্কেটের যুগ্ম আহবায়ক আব্দুশ শহিদ জোয়ারদার, মুশফিক আহমদ চৌধুরী, মাহরাজা টেইলার্সের মালিক আমিনুর রহমান শিবলু, কাকলী শপিং সেন্টারের এমডি মুজিবুল হক জাবেদ, সহ-সভাপতি গাজী আব্দুল মাবুদ মমশাদ, মোস্তফা হাসান খান মেহেদী, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষন পরিষদের আহ্বায়ক কিবরিয়া হোসেন নিঝুম, মুফতি নেহাল উদ্দিন, সরোজ ভট্টাচার্য, আলা উদ্দিন আলো, সাব্বির আহমদ লোকমান, সালেহ আহমদ, টিপু মিয়া, সোহেল আহমদ সাহেল, মুকুল আহমদ, মঞ্জুর আহমদ, রায়হান খান, পংকি মিয়া, মো. আলাউদ্দিন প্রমুখ।
07সভায় মিছিল সহকারে উপস্থিত হন, শুকরিয়া মার্কেট, ব্লু ওয়াটার শপিং সেন্টার, কাকলী শপিং সেন্টার, গ্যালারীয়া শপিং সিটি, এলিগ্যান্ট শপিং মল, মিলিনিয়াাম মার্কেট, লতিফ সেন্টার, কাজী ম্যানশন, কানিজ প্লাজা, সিটি সেন্টার, আল মারজান, লন্ডন ম্যানশন, সিলেট প্লাজা, সবুজ বিপনী, সমবায় ভবন, মধুবন সুপার মার্কেট, এশিয়া মার্কেট, হাসান মার্কেট, নেহার মর্কেট, হক সুপার মার্কেট, মুক্তিযোদ্ধা সংসদ গলি, মিতালী ম্যানশন, রাজা  ম্যানশান, সিটি হার্ট শপিং সিটি, করিম উল্লা মার্কেট, আল হামরা শপিং সিটি, আজাদ ভিউ, ওরিয়েন্টাল মার্কেট, হযরত শাহ জালাল দরগাহ বাজার, বৃহত্তর আম্বরখানা বাজার, মদিনা মার্কেট, টিলাগড় বাজার, শিবগঞ্জ বাজার, মর্ডান সুপার মার্কেট, কালিঘাট ব্যবসায়ী সমিতি, লালদিঘীরপাড় ব্যবসায়ী সমিতি, ব্রহ্মময়ী বাজার, কুদরত উল্লাহ মার্কেট, আখালিয়া বাজার, দক্ষিন সুরমা বাজার, ট্রেড সেন্টার, বন্দর বাজার ফল মার্কেট, হকার্স মার্কেট, মাহজন পট্রি ব্যবসায়ী সমিতি, নয়া সড়ক ব্যবসায়ী সমিতি, ইদ্রিস মার্কেট, হক সুপার মার্কেট,  ওয়াহিদ ভিউ, ওয়েস্ট ওয়ার্ল্ড সহ বিভিন্ন মার্কেট থেকে আগত ব্যবসায়ী মহল।

সভায় বক্তারা বলেন, সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় একের পর এক ব্যবসায়ীকে হত্যা করছে।

সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয় হতে পারে না, তাদের পরিচয় তারা সন্ত্রাসী। সন্ত্রাসীদের প্রতিরোধে প্রত্যেক মার্কেটের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৩ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30