শিরোনামঃ-

» জৈন্তাপুরে চারিকাটা ইউপির উদ্দ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সভা অনুষ্টিত

প্রকাশিত: ২৩. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ জৈন্তাপুর প্রতিনিধিঃ আজ ২৩শে আগষ্ট রোজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলার অন্তর্গত ৩নং চারিকাটা ইউপির উদ্দ্যোগে স্ব-মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিশেষ আলোচনা সভা অনুষ্টিত হয়।

নব দায়িত্ব প্রাপ্ত চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল এর আয়োজনে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল মাহমুদের সভাপতিত্বে ইউপি সদস্য রাহেল আহমদ ও মামুনুর রশীদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসনাত খান (অতিঃ পুলিশ সুপার উত্তর রেঞ্চ সিলেট)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধীরেন চন্দ্র মহাপাত্র (সিনিয়র সহকারী পুলিশ সুপার সিলেট), সফিউল কবির (অফিসার ইনচার্জ, জৈন্তাপুর মডেল থানা) উপজেলা ভাইস চেয়ারম্যান এম বশির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ হক লায়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার এস আই রুমেন আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, যুগ্ন-সম্পাদক আল মাসুম, সাবেক ইউপি সদস্য হেলাল আহমদ, বর্তমান ইউপি সদস্য মো. জমশেদ আলী,জালাল আহমদ, ফয়জুল হক, জামাল আহমদ, নূরুল আমীন,মারুফ আহমদ, মলিন চন্দ্র বউক, সংরক্ষিত সদস্যা শামিমা বেগম, সপ্নারানী রাউত, তুলন রানী দাস, শিক্ষাবিদ ও বিশিষ্ট মুরব্বি আখলাকুর রহমান চৌঃ, ইউপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য মুরব্বি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

ইউপি সদস্য হাফেজ জালালের কুরঅান তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্টানটি শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে অতিথিরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসনাত খান বলেন “ইসলাম শান্তি ও সম্প্রতির ধর্ম, ইসলামে যারা ভুল ব্যাখ্যা দিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ পরিচালনা করে তারা মুসলিম নয়, তিনি আলেমদের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা সঠিক ব্যাখ্যা দেন যাতে করে জনগণ ইসলামে জঙ্গী নেই তা বুঝতে পারে।

তিনি জৈন্তাপুরকে জঙ্গীবাদের ঝুঁকিপূর্ণ এলাকা উল্ল্যেখ করে সতর্কবানী দিয়ে বলেন আপনারা এ থেকে সতর্ক থাকুন এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগীতা করুন।

তিনি জঙ্গীদের উদ্দ্যেশ্য করে আরও বলেন ওরা ক্ষুদ্র জনশক্তি নিয়ে সন্ত্রাস পরিচালনা করছে, তাদের মিশন কখনও সফল করতে পারবেনা। কারণ এদেশের মানুষ জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।”

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930