শিরোনামঃ-

» KIN এর ১৩ তম কার্যকরী কমিটি গঠন

প্রকাশিত: ২৪. আগস্ট. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ‘আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত’ -এই মুলমন্ত্রকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন KIN.
২০০৩ সালের ৩০ জানুয়ারি যাত্রা শুরু করে। KIN School,বই মেলা, শীতবস্ত্র সংগ্রহ, সামাজিক সচেতনতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ইত্যাদি কাজের মাধ্যমে KIN তার ১৩ বছর অতিক্রান্ত করেছে।
KIN এর এসব কার্যক্রম সঠিকভাবে পালন করার জন্য প্রতি বছর নতুন কমিটি গঠন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে গতকাল ২৩ আগস্ট ,২০১৬ ইং রোজ মঙ্গলবার ‘A’ বিল্ডিংয়ের এক্সটেনশনের গ্যালারী ১২৯ নম্বর রুমে ‘KIN General Meeting 2016’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে KIN এর ১২ তম কার্যকরী কমিটির বিভিন্ন উল্লেখযোগ্য সাফল্যগুলো তুলে ধরা হয়। তারপর ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি  ‘KIN এর ১৩ তম কার্যকরী কমিটি’ ঘোষণা করে।
নতুন কমিটি নিয়ে অনেক ভালো কিছু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন KIN-র উপদেষ্টা পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রভাষক জায়েদা শারমীন স্বাতী এবং নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম মাজহারুল ইসলাম।
এছাড়াও KIN এর  সাধারণ সদস্যরা KIN নিয়ে তাদের ভালোলাগার অনুভূতিগুলো সবার সাথে ভাগ করে নেন এবং নতুন কমিটি নিয়ে তাদের আশাবাদ প্রকাশ করেন।
উল্লেখ্য যে, KIN এর ১৩ তম কার্যকরী কমিটি’র সদস্য সংখ্যা ২৫ জন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30