শিরোনামঃ-

» রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার

প্রকাশিত: ২৬. আগস্ট. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

সুন্দরবনের কাছে নির্মিতব্য রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে শুরু থেকে বিতর্ক আছে। পরিবেশবাদীরা বলে আসছেন, এ বিদ্যুৎকেন্দ্রের ফলে ধ্বংস হবে সুন্দরবন।

অন্যদিকে সরকারের তরফ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, এ বিদ্যুৎ কেন্দ্রে যে প্রযুক্তি ব্যবহার করা হবে তাতে সুন্দরবনের কোন ক্ষতি সাধন হবে না।

গত বুধবার এক সংবাদ সম্মেলনে রামপাল প্রকল্পকে দেশবিরোধী বলে আখ্যা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেশবিরোধী প্রকল্প। জনবিরোধী এ সিদ্ধান্ত প্রতিহত করার এখনই সময়। এই প্রকল্পে অর্থনীতি ও পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।

এছাড়া শুরু থেকেই এ প্রকল্পের বিরোধিতা করে আসছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। প্রকল্পের বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব অনেকে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30