শিরোনামঃ-

» ঈদে ছুটি টানা ৫ দিন!

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ঈদের সরকারি ছুটি সঙ্গে ২ দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ থাকছে।

জানা গেছে, এবার ১২ সেপ্টেম্বর (সোমবার) সম্ভাব্য ঈদুল আযহা ধরে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর ৩ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

অর্থাৎ ঈদের সরকারি ছুটি থাকবে রবি, সোম ও  মঙ্গলবার। এছাড়াও ৯ ও  ১০ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে।

সে হিসাবে ঈদের ছুটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হবে। অর্থাৎ ১৪ সেপ্টেম্বর বুধবার ঈদের পর প্রথম কার্যদিবস শুরু হবে।

এদিকে ৫ দিনের ছুটি হলেও ব্যাংকিং খাতের লেনদেনে তেমন কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

তিনি বলেন, শুক্র ও শনিবারসহ মোট ৫ দিনের ছুটি হলেও ১০ সেপ্টেম্বর (শনিবার) শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় প্রয়োজনে বিশেষভাবে ব্যাংক খোলা রাখা হবে। ফলে কর্মকর্তা-কমচারী ও শ্রমিকদের বেতন বোনাস প্রদানে সমস্যা হবে না।

এদিকে জানা গেছে, এবারের ঈদে দীর্ঘ ছুটির কারণে ইতোমধ্যে দেশের পর্যটন কেন্দ্রের হোটেল ও মোটেলগুলোতে বুকিং শুরু হয়েছে।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়েছিল দেশ। প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে ওই ছুটি ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য, এ বছর সাধারণ ও নির্বাহী মিলিয়ে মোট ২২ দিন ছুটি রয়েছে। ওই ২২ দিনের মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি। আর নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন।

তবে বেশিরভাগ সরকারি ছুটি বৃহস্পতি ও রোববার হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার বেশি টানা ছুটির কবলে পড়ছে দেশ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930