শিরোনামঃ-

» কবি শহীদ কাদরী আর নেই

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ২০১১ সালে একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী আর নেই। নিউইয়র্কের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে স্থানীয় সময় আজ ২৭ আগস্ট রবিবার সকাল ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
কবিপত্নী নীরা কাদরী এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুর সময় কবির বয়স হয়েছিল ৭৪ বছর।

এর আগে গত রবিবার নিউইয়র্ক সময় ভোররাত সোয়া ৩টায় গুরুতর অবস্থায় অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কবি শহীদ কাদরীকে। যাবার পরই তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

শহীদ কাদরী একজন বহুমাত্রিক, বহুস্তরিক কবি। যুদ্ধবিরোধী, সাম্রাজ্যবাদ-উপনিবেশবাদবিরোধী সামরিক- স্বৈরাচারবিরোধী আন্তর্জাতিক-চেতনাও তাঁর কবিতার অন্যতম মৌলিক সুর।
মুক্তিযুদ্ধও অসাম্প্রদায়িক চেতনার এই কবি বাংলাদেশ ও বাঙালির অন্তর্জগৎ স্পর্শ করেছেন ঐকান্তিক বোধে, নিবিড় মমতায়।

আধুনিক নাগরিক জীবনের প্রাত্যহিক যন্ত্রণা ও ক্লান্তির অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিয়েছেন শহীদ কাদরী। ভাষা, ভঙ্গি ও বক্তব্যের তীক্ষ্ণ শাণিত রূপ তার কবিতাকে বৈশিষ্ট্য দান করেছে।
শহর এবং তার সভ্যতার বিকারকে শহীদ কাদরী ব্যবহার করেছেন তার কাব্যে। তার কবিতায় অনূভূতির গভীরতা, চিন্তার সুক্ষ্ণতা ও রূপগত পরিচর্যার পরিচয় সুস্পষ্ট।
১৯৪২ সালের ১৪ আগস্ট জন্মগ্রহণ করেন কবি ও লেখক শহীদ কাদরী। উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও কোন ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৯) শহীদ কাদরীর কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
১৯৪৭ পরবর্তী বাংলা কবিতার নতুন কণ্ঠস্বর শহীদ কাদরী চিন্তায়, মননে ও সৃজনে আধুনিক বাংলা কবিতার অন্যতম ধারক।
তাঁর মৃত্যুতে দেশের শিল্প-সাহিত্য ও সুশীল সমাজ অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930