শিরোনামঃ-

» সাব-রেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড রুমের জানালার গ্রীল ও আলমিরা ভাঙ্গার প্রতিবাদে দলিল লেখক সমিতির নিন্দা ও ক্ষোভ

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজঃ গত রোববার রাতে সিলেট সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড রুমের জানালার গ্রীল ও আলমিরা ভাঙ্গার প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দরা বলেন, যারা সাব-রেজিষ্টার কার্যালয়ের গ্রীল ভেঙ্গে এ ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত দু:খজনক।

একটি সরকারী কার্যালয়ে এ ধরনের ঘটনা কোন ভাবেই সহ্য করা যায় না। সাব-রেজিষ্টার কার্যালয়ে এ ধরনের ঘটনা প্রায় সব সময় ঘটছে।এর আগেও দলিল লেখক সমিতির কার্যালয়ে আগুন দেয় দুর্র্বৃত্তরা।

যদি এখানে সিকিউরিটি ও সিসি ক্যামেরা বসানো হতো তাহলে এ ধরনের ঘটনা হয়তো ঘটত না। নেতৃবৃন্দ প্রশানরে দৃষ্টি আকর্শন করে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

নিন্দা ও ক্ষোভ প্রকাশ কারী নেতৃবৃন্দরা হলেন, দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ফরিদুর রহমান, সিলেট সদর দলিল লেখক সমিতির সভাপতি হাজী মাহমুদ আলী, সহ-সভাপতি মো মুহিবুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এম ইকবাল হোসেন, সিলেট সদর দলিল লেখক সামতির সাবেক সভাপতি মুদাব্বির হোসেন, আকাম রফিকুজ্জামান ও সুলতান মিয়া বাদশা, সাবেক আহ্বায়ক হাজী কুতুব উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান মিয়া, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমদ, অর্থ সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান এরশাদ, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, সদস্য ছাদেক আহমদ, শাহীন আহমদ, জাহাঙ্গীর হোসেন মান্না, রাশেদুজ্জামান রাশেদ, ইকবাল আহমদ ইমন, অজিত কুমার দাস, প্রণজিৎ চন্দ, শাহিব উদ্দিন, নুরুল ইসলাম রাসেল, কবির আলী গাজী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৪২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930