শিরোনামঃ-

» যুবদলকর্মী বাবর হত্যা মামলায় ১১ জনের ফাঁসির রায়

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামের যুবদলকর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় ১১ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর অতিরিক্ত দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু, মহিন উদ্দিন, কালামুন্সি, মামুন ওরফে সাইফুল ইসলাম মামুন, ভুট্টু ওরফে আবদুস শহিদ, পূর্ব রাজাপুর গ্রামের মঈন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নথপুর গ্রামের মাসুদ এবং মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার।

আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ৮ মার্চ রাতে সদর উপজেলার তিতারকান্দি গ্রামে মাওলানা বাবর মিয়াকে আসামিরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই নুর আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় আদালত ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত ১১ আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনকে বেকসুর খালাসের এ আদেশ দেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৭ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30