শিরোনামঃ-

» বেলজিয়াম গমন উপলক্ষে সহকারী অধ্যাপক আমীনুর রশীদ সংবর্ধিত

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ জৈন্তাপুর প্রতিনিধি আল মাসুম:: আজ মঙ্গলবার  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আমিনুর রশীদের উচ্চ শিক্ষার্থে বেলজিয়াম গমন উপলক্ষে জৈন্তা স্টুডেন্ট সোসাইটি বিগ্রেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় হল রুমে এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করে।

জৈন্তা স্টুডেন্ট সোসাইটি সভাপতি খলিলুর রহমান মাসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট গোলজার আহমদ হেলাল, জৈন্তিয়া ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য তরুণ শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যাক্তিত্ব কুতুব উদ্দীন, জৈন্তা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল।

02বিকাল সাড়ে ৫টায় স্টুডেন্ট সোসাইটির সদস্য হাবীবুর রহমানের পরিচালনায় শাহীন আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্টানটি শুরু হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তা অনলাইন প্রেসক্লাবের সহকারী সেক্রেটারি আল মাসুম, স্টুডেন্ট সোসাইটির সদস্য মনজুর আহমদ, সেলিম উদ্দীন, ইকবালুর রশিদ, কামরুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন “যে দেশে গুনীর কদর নেই – সে দেশে গুণীজন জন্মায়না। শিক্ষাক্ষেত্রে জৈন্তা পিছিয়ে কিন্তু এখানে রয়েছে অনেক প্রতিভা।

সঠিকভাবে লালন করলে তার বিস্ফারণ ঘটবে তাতে কোন সন্দেহ নেই। বক্তারা আরও বলেন অবহেলিত এই জনপথে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ, রয়েছে অনেক দর্শনীয় স্থান।

তাই জৈন্তাপুর দেশবাসীর কাছে পর্যটন স্পট হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এই জৈন্তাকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই”।

সভা শেষে আমীনুর রশীদের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া হাতে তুলে দেন আয়োজকরা।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930